বিদেশে মোটা টাকার চাকরি ছেড়ে চায়ের দোকান চালাচ্ছেন ‘বাংলার মেয়ে”, কেমন চলছে MA Chaiwali’র জীবন?

বাংলাহান্ট ডেস্ক : ইংলিশে মাস্টার্স (Masters in English) করেছেন তিনি। চাকরি করতেন ব্রিটিশ কাউন্সিলে (British Council)। আর আজ তাঁকে দেখা গেলো দিল্লীর ক্যান্টনমেন্টের (Delhi Cantonment) গোপীনাথ বাজারে নিজের তৈরী একটি ছোট্ট চায়ের দোকানে। কিন্তু কে এই তরুণী? তিনি শর্মিষ্ঠা ঘোষ, এক বাঙালি মেয়ে (Sharmistha Ghosh)। জানা গিয়েছে, তিনি যথেষ্ট সুসম্মানের সাথেই ইংরেজিতে স্নাতকত্তর ডিগ্রী লাভ করে ব্রিটিশ কাউন্সিলে একটি ভালো পদে চাকরিও করেছেন বেশ কিছু সময়।

কিন্তু হঠাৎ কী এমন হলো যে তিনি অতো ভালো চাকরি ছেড়ে নিজের একটি ছোট্ট চায়ের দোকান খুলে বসলেন? ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না (Sanjoy khanna) যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এতো ভালো চাকরি এতো ভালো জীবন ছেড়ে রাস্তায় একটি ছোট্ট দোকানে চা বিক্রি করার সিদ্ধান্ত নিলেন?

শর্মিষ্ঠার সোজা জবাব, তিনি ছোট থেকেই একজন বড় টি ক্যাফের মালিক হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর চিরকালই ইচ্ছে ছিল তাঁর নিজের একটি ক্যাফে হবে, অনেক মানুষ আসবে এবং তিনি নিজে তাঁদের পরিবেশন করে খাওয়াবেন। আর তাঁর সেই স্বপ্ন সত্যি করার পথে এটি সবে একটি ক্ষুদ্র পদক্ষেপ। সঞ্জয় খান্না এই কথাগুলি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন।

তবে শুধু শর্মিষ্ঠা নন, এই চায়ের দোকানের সহ কর্ণধার তাঁর বান্ধবী ভাবনা রাও-ও। তবে তিনি বর্তমানে একটি উড়ান সংস্থায় কর্মরত। তবে শুধু তাঁরা দুজন নন, শর্মিষ্ঠার বাড়িতে যিনি কাজ করেন অর্থাৎ পরিচারিকা তিনিও মাঝে মধ্যে সাহায্য করে দেন। এমনকি, তাঁদের এই স্বপ্ন পূরণের দোকানে পাশাপাশি সঞ্জয় খান্না তো আছেনই।

Sanjay khanna

তাঁর কথায় স্বপ্ন কখনো ছোট বড় হয় না। যার যা ইচ্ছে সে তা পূরণ করার জন্য চেষ্টা করলে একদিন পূরণ হবেই। আর তার জন্য মানুষের প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি এবং কাজ করার তাগিদ। তাই স্বপ্ন দেখা ছাড়লে চলবে না বলেও উল্লেখ করেন সঞ্জয়। বলা বাহুল্য, নেটিজেনদের ছুঁয়ে গিয়েছে শর্মিষ্ঠা ও ভাবনার লড়াই৷ গোপীনাথ বাজারে তাঁদের দোকানে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন অনেকেই৷

 

 

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর