বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর (Delhi) মন্দির মার্গ এলাকায় শুধুমাত্র থুতু ফেলা নিয়ে একজন খুন হয়ে গেলো। এক ব্যাক্তি আরেকজনের সামনে থুতু ফেলে, আর এই নিয়েই শুরু হয় বিবাদ। দুই জনই একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই খুনি সংঘর্ষে দুই জনই একে অপরের উপর বোতল দিয়ে হামলা করে, আর এই হামলায় অঙ্কিত নামের একজনের মৃত্যু হয়েছে।
দিল্লী পুলিশ অনুযায়ী, বুধবার রাত ৮ঃ৩০ নাগাদ ফোন এসেছিল, সেই ফোনে বলা হয়েছিল যে শহীদ ভগত সিং কমপ্লেক্সে দুইজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধছে। পুলিশের তদন্তে জানা যায় যে, অঙ্কিত আর প্রবীণ নামের দুই যুবক একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
দুইজনের মধ্যে হওয়া এই সংঘর্ষে দুই জনই আহত হয়। দুজনকেই রাম মোনহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্তে জানতে পারে যে, থুতু ফেলা নিয়ে দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
থুতু ফেলা নিয়ে দুই পক্ষের এই বিবাদ হত্যা পর্যন্ত পৌঁছে যায়। প্রবীণ পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর অঙ্কিত পেশায় ড্রাইভার। ঝগরায় দুইজনই আহত হয়ে যায়। কিন্তু অঙ্কিতের আঘাত বেশি লাগে। আহত হওয়ার পর অত্যাধিক রক্তক্ষরণের ফলে অঙ্কিতের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার পরিপেক্ষিতে এফআইআর দায়ের করে নিয়েছে আর অভিযুক্ত প্রবীণকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, নয়া দিল্লী কর্পোরেশন সার্বজনীন স্থলে প্রসাব করা আর থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদি কোন ব্যাক্তি এই নির্দেশ অমান্য করে, তাহলে তাঁকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।