মহিলাদের জন্য চালু হলো বিনামূল্যে বাস ও মেট্রো পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: এবার মহিলাদের জন্য বিনামূল্যে চালু হলো বাস মেট্রো পরিষেবা। রাজধানী দিল্লির বাসে বা মেট্রোতে চড়লে আর ভাড়া দিতে হবে না মহিলাদের,এমনটাই পরিকল্পনা নিতে চলেছে আপ সরকার।
7f870 delhi metro rep pti
আপের পরিবহনমন্ত্রী কেলাস গেহলট সম্প্রতি দিল্লি মেট্রো কে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং অন্যান্য বাস মালিকদের আর্থিক ক্ষতি হবে তা বহন করবে রাজ্য সরকার।

সম্পর্কিত খবর