দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর শিক্ষাগত যোগ্যতা জানেন? চমকে দেবে তাঁর সম্পত্তির পরিমাণও

বাংলাহান্ট ডেস্ক : আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত (Rekha Gupta)। বিজেপি বিধায়কদের সর্বসম্মতিক্রমে ৫০ বছর বয়সী রেখাকে আগামী পাঁচ বছরের জন্য রাজধানীর বুকে সরকার গঠনের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ছাত্রাবস্থা থেকেই জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে।

রেখা গুপ্তর (Rekha Gupta) পড়াশোনা ও সম্পত্তি

রেখা সামলেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (DUSU) সভাপতির পদ। পাশাপাশি দায়িত্ব পালন করেছেন পুরসভার কাউন্সিলর হিসেবেও। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশির পর রেখা গুপ্ত দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নিলেন। বৃহস্পতিবার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে শপথ বাক্য পাঠ করেন রেখা গুপ্ত।

আরোও পড়ুন : হেরে ভূত জলসা! ফুলকি নাকি পরিণীতা, নতুন বেঙ্গল টপার কে? রইল মাথাঘোরানো TRP তালিকা

সূত্রের খবর, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা। হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন রেখা গুপ্ত। বৈশ্য পরিবারের সন্তান রেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজ থেকে ১৯৯৩ সালে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আরোও পড়ুন : নন্দীগ্রাম অতীত! ছাব্বিশের ভোটে ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু? তোলপাড় বাংলা

এরপর রেখা গুপ্ত (Rekha Gupta) এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় আইনজীবী রেখার সংসার স্বামী ও দুই সন্তানকে নিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রীর স্বামীর নাম মণীশ গুপ্ত। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যে হলফনামা রেখা গুপ্ত জমা দিয়েছিলেন সেখানে তিনি দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।

Delhi new chief minister Rekha Gupta history

নির্বাচনী হলফনামায় রেখা জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরে তিনি রোজগার করেছেন ৬.৯২ লক্ষ টাকা। আর এই একই সময়ে স্বামী মণীশ গুপ্তর আয় ছিল ৯৭.৫ লক্ষ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, রেখা গুপ্তর (Rekha Gupta) নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১,২৫,৭৩,২৮৯ টাকা।

রেখার (Rekha Gupta) স্বামী মণীশ গুপ্তর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,১৪,৫১,৭৭০ টাকা। রেখা ও তাঁর স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২,৩০,০০,০০০ টাকা ও ৩০,০০,০০০ টাকা। এরই সাথে হলফনামায় রেখা জানিয়েছেন, তাঁর উপর রয়েছে ৪৮,৪৪,৬৮৫ টাকার ঋণের দায়ও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর