আসছে প্রাণনাশের হুমকি! এবার নিজের কাছে বন্দুক রাখতে পারবেন নূপুর শর্মা! অনুমতি দিল্লি পুলিসের

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার সংবাদেট শিরোনামে উঠে এল নুপূর শর্মার (Nupur Sharma) নাম। বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্রকে বন্দুক রাখার অনুমতি দেওয়া হল। হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর তারপর থেকেই একাধিক ইসলামিক সংগঠন তাঁকে হুমকি দিয়ে যাচ্ছে। নুপূরের নিরাপত্তার কথা ভেবে তাঁকে অজ্ঞাত জায়গায় রাখা হয়। সেখান থেকেই আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্সের আবেদন করেন তিনি। বৃহস্পতিবার দিল্লি পুলিসের পক্ষ বিজেপির মুখপাত্রকে বন্দুক রাখার অনুমতি দেওয়া হয়।

পুলিসের এক ভারপ্রাপ্ত আধিকারিক জানান, ‘নিজের সুরক্ষার জন্য একটি হ্যান্ড গান রাখার আবেদন করেন নুপূর শর্মা। তাঁর আবেদন যাচাই করে কিছুদিন আগেই একটি বন্দুক রাখার অনুমতি দেওয়া হয়। এমনিতেই তাঁকে অজ্ঞাত একটি জায়গায় রাখা হয়। এরই মধ্যে প্রাণনাশের একাধিক হুমকি পান নুপূর। হুমকি এসেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দাও। প্রাক্তন বিজেপি মুখপাত্রকে হত্যা করতে আত্মঘাতী হামলা চালাতেও প্রস্তুত তারা, এমনই বার্তা দেয় আল কায়দা।

nupur bjp

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। তারপরই আগুন জ্বলে ওঠে মুসলিম সমাজের মধ্যে। এই মন্তব্যের জেরে একাধিক জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গাও বেধে যায়। রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ, বাংলা থেকে ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে নূপুরের মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করেন। বিজেপি নুপূর শর্মাকে এবং তাঁর বক্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আরেক বিজেপি নেতা নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভারতের বাইরেও এই মন্তব্যের মারাত্মক প্রভাব পড়ে। কাতার সহ একাধিক ইসলামিক দেশে তলব করা হয় ভারতীয় রাষ্ট্রদূতদের। চরম নিন্দার মুখেও পড়তে হয় ভারতকে। লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বিজেপি নেত্রী নূপুর শর্মাকে। তাঁর মাথা কেটে নেওয়ার দাবিতে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি সামাল দিতে দলীয় মুখপাত্রের পদ থেকে বহিষ্কার করা হয় নূপুরকে।

Sudipto

সম্পর্কিত খবর