ধর্ম জিজ্ঞাসা করে সবজি বিক্রেতাকে মারধর যুবকের! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার করলো পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ দিল্লীতে পরিচয় পত্র না দেখানো আর নিজের নাম বলার জন্য এক সবজি বিক্রেতাকে গালাগালি করা এবং মারধর করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাজপুর রোড (Tajpur Road) এলাকায় হওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়ে যায়। এরপর পুলিশের সাইবার সেল ঘটনার তদন্তে নামে। ওই ভিডিওতে বদরপুর (Badarpur) নিবাসি প্রবীণ বব্বর এক সবজি বিক্রেতাকে নিজের পরিচয় পত্র দেখাতে বলেছিল, কিন্তু সবজি বিক্রেতার কাছে সেই মুহুর্তে পরিচয় পত্র ছিল না।

FIle Pic

এরপর প্রবীণ রেগে তাঁর নাম জিজ্ঞাসা করে। তখন সবজি বিক্রেতা নিজের নাম মোহম্মদ সেলিম বলে। এরপরই প্রবীণ ওই সবজি বিক্রেতাকে গালাগালি দেয় এবং মারধর করে। এমনকি প্রবীণ ওই সবজি বিক্রেতাকে বিনা পরিচয় পত্রে ওই এলাকায় দ্বিতীয়বার আসার জন্য না করে।

এই ঘটনায় পুলিশ কমিশনার আরপি মিনা বলেন, ‘এই ঘটনা তাজপুর রোডে হয়েছে আর সবজি বিক্রেতাকে মারধর করা যুবকের নাম প্রবীণ বব্বর বলে জানা গেছে।” ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি চালানো প্রবীণ পুলিশকে জানায় যে, এলাকায় কম করে ১০ জন সবজি বিক্রেতা ছিল, আর লকডাউন লাগু হওয়ার কারণে তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়। কিন্তু মোহম্মদ সেলিম নামের ওই সবজি বিক্রেতা সেখান থেকে যায়নি।

FIle Pic

মিনা জানান, এটা দেখে প্রবীণ রেগে লাল হয়ে যায় আর সবজি বিক্রেতাকে গালিগালাজ করার পর মারধর করে। উনি জানান, ‘আমরা প্রবীণকে গ্রেফতার করে। এরকম ঘটনা কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। আর এইরকম ঘটনা যারা ঘটাবে তাঁদের বিরুদ্ধে আইনত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সবজি বিক্রেতা পুলিশকে জানায়, ১০ এপ্রিল দুপুর ১ঃ৩০ নাগাদ যখন সে তাজপুর রোডে ছিল, তখন প্রবীণ তাঁর সাথে দুর্ব্যবহার করে আর তাঁকে মারধর করে। প্রবীণের বিরুদ্ধে বদরপুর থানায় ১৫৩, ৩৫৫, ২৯৮ আর ৩২৩ আইপিসি ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

X