বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দিল্লির জহাঙ্গিরপুরী হিংসা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশে। উত্তপ্ত পরিস্থিতির সেই আঁচ বাংলারও যোগ মেলে। আর এবার পূর্ব মেদিনীপুর থেকে জহাঙ্গিরপুরী হিংসার অন্যতম এক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে এক যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। রাজধানীতে হিংসা ছড়ানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত এই ব্যক্তিকে গ্রেফতার করে এ দিনই দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, 2010 সাল থেকে চুরি, ডাকাতি, অস্ত্র মামলা সহ একাধিক অপরাধ মূলক ঘটনায় জেল খাটে ফরিদ ওরফে নীতু। বর্তমানে জহাঙ্গিরপুরী গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সে। এরপরই পুলিশ যখন অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে, তখন সেখান থেকে পালিয়ে হাওড়া এসে পৌঁছায় অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, তমলুকে ফরিদের এক আত্মীয়ের বাড়ি রয়েছে। ফলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে আশ্রয় নেওয়ারই প্ল্যান করে সে। এরপর সেই উদ্দেশ্যে হাওড়া থেকে সোজা তমলুকে এসে পৌঁছায় ফরিদ। তবে এতদিন পুলিশের নজরের আড়ালে থাকলেও শেষ পর্যন্ত মোবাইল ফোনের লোকেশনকে কেন্দ্র করেই তার খোঁজ পায় দিল্লি পুলিশ।
খবর পেয়েই দিল্লি থেকে বাংলায় এসে পৌঁছায় দিল্লি পুলিশ। আর এরপরই এদিন তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তমলুকের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। এদিন তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।