মহিলাদের যৌন নির্যাতন নিয়ে আপত্তিকর মন্তব্যের জের! রাহুল গান্ধীর বাড়তে হানা দিল্লি পুলিসের

বাংলা হান্ট ডেস্ক : আবারও সমস্যায় পড়লেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার সকালে কংগ্রেস নেতার বাড়িতে হাজির হয় পুলিস। জানা গিয়েছে, মহিলাদের যৌন হেনস্থা নিয়ে সম্প্রতি রাহুল গান্ধী একটি মন্তব্য করেছিলেন, সেই প্রেক্ষিতেই এদিন রাহুলের বাড়িতে হাজির হয় দিল্লি পুলিস। গত সপ্তাহেই তাঁকে এই মন্তব্যের প্রেক্ষিতে পুলিস নোটিস পাঠায়।

ভারত জোড়ো যাত্রা চলাকালীন একটি ভাষণ দেওয়ার সময় যৌন হেনস্থায় শিকার হওয়া নারীদের নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছল দিল্লি পুলিস। জানা গিয়েছে, দিল্লির স্পেশাল সিপি (আইনশৃঙ্খলা)-র নেতৃত্বে দিল্লি পুলিসের একটি দল আজ রাজধানীতে রাহুলের বাসভবনে পৌঁছে যান।

জানা গিয়েছে, রাহুল নিজের ভাষণে যে অভিযোগ করেছিলেন, সেই সংক্রান্ত তথ্য জানতে এর আগেও কংগ্রেস নেতাকে নোটিশ পাঠায় দিল্লি পুলিস। তবে সেই নোটিশে সাড়া দেননি রাহুল। এই আবহে এই মামলায় রাহুলের থেকে তথ্য পেতে তাঁর বাসভবনে পৌঁছেছে দিল্লি পুলিসর দল।

rahul

বিদেশে দাঁড়িয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে শাসকদল বিজেপির তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধী। ব্রিটেন সফরে গিয়ে বারবার ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন রাহুল গান্ধী। ব্রিটিশ সংসদে দাঁড়িয়ে ভারতীয় সংসদের কার্যক্রম নিয়ে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী লন্ডনের হাউস অফ পার্লামেন্ট কমপ্লেক্সে ব্রিটিশ সংসদ সদস্যদের বলেন যে লোকসভায় বিরোধীদের নীরব রাখতে মাইক বন্ধ করে দেওয়া হয়।

বক্তৃতা দেওয়ার সময় মজার ছলে হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অকেজো মাইক তুলে ধরে রাহুল গান্ধী ‘ভারতে বিরোধীদের অবস্থা’ বোঝান। রাহুল বলেন, ‘আমাদের মাইকগুলি অকেজো নয়, সেগুলি কাজ করে। কিন্তু আপনি সেগুলি চালু করতে পারবেন না। আমি যখন কথা বলি, তখন আমার সাথে এটা বেশ কয়েকবার ঘটেছে।’


Sudipto

সম্পর্কিত খবর