অবশেষে রহস্য ফাঁস করল আফতাব, জানাল কোথায় ফেলেছিল শ্রদ্ধার কাটামুণ্ডু! তদন্তে পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শ্রদ্ধা হত্যা মামলায় (Shraddha Murder Case) ফের একবার চাঞ্চল্যকর তথ্য উঠে গেল দিল্লি পুলিশের (Delhi Police) হাতে। এই ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসে চলেছে আর এবার ফের একবার গুরুত্বপূর্ণ ক্লু হাতে পেল পুলিশ। সূত্রের খবর, ময়দান Garhi এলাকায় একটি পুকুরে বান্ধবী শ্রদ্ধার মাথা কেটে ফেলে দেয় আফতাব। এই খবর সামনে আসতেই মৃতার কাঁটা মুণ্ডু উদ্ধার করতে ইতিমধ্যে বিশাল সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে এলাকায়। বড় বড় মেশিন নিয়ে আসা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধা হত্যা কাণ্ডে অভিযুক্ত আফতাবকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ। তবে একইসঙ্গে বেশ কয়েকটি বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এক্ষেত্রে দক্ষিণ দিল্লির ময়দান Garhi-তে অবস্থিত একটি লেকে তল্লাশি চালায় পুলিশ। আফতাব দ্বারা শ্রদ্ধার মাথা এই লেকে ফেলে দেওয়া হয়েছে বলে খবর সামনে আসছে। তা উদ্ধার করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে দিল্লি পুলিশ।

পাশাপাশি গতকাল পুলিশের একটি দল গুরুগ্রামে পৌঁছে গিয়ে তল্লাশি চালায়। এক্ষেত্রে একটি খালি জায়গা এবং জঙ্গলে তল্লাশি চালানো হলেও এক প্রকার খালি হাতে ফিরতে হয় পুলিশকে। শ্রদ্ধা হত্যা কাণ্ডে এক পুলিশ অফিসার জানান, “শ্রদ্ধাকে হত্যা করার পর আফতাব তার দেহের একাধিক টুকরো করে এবং মেহরাউলি জঙ্গলে ফেলে দেয়। সেই কারণে আমরা জঙ্গলে তল্লাশি চালাই।” তবে এক্ষেত্রে পুলিশের হাতে বিশেষ কিছু মেলেনি বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রদ্ধা বিকাশ ওয়াকার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশে। পরবর্তীতে শ্রদ্ধা হত্যা মামলায় আফতাবকে গ্রেফতারের পর অভিযুক্ত পুলিশকে জানান, ১৮ ই মে বিয়ে নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝগড়া হয়। এরপর প্রথমে ফ্ল্যাটের ভেতরে শ্রদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সে। তারপর করাত দিয়ে তার হাত তিন টুকরো করে।

Aftab sushant

শুধু তাই নয়, পরবর্তীতে শ্রদ্ধার পায়েরও তিনটি টুকরোও করা হয়। একইভাবে, পুরো শরীর টুকরো টুকরো করা হয়েছিল শ্রদ্ধার। তারপর, আফতাব শ্রদ্ধার শরীরের টুকরো গুলো ছড়িয়ে দেয় বিভিন্ন স্থানে। সম্প্রতি, এই চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে আসার পর হতচকিত হয়ে গিয়েছে গোটা দেশ।

X