বিপাকে রাহুল গান্ধী! এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রশ্নের মুখে কংগ্রেস নেতা

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহেই শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকার ইস্যুতে কংগ্রেস-বিজেপির (Congress-BJP) বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সংসদ চত্বর। দিন কয়েক আগে, ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরকে (Dr B.R Ambedkar) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তারপরেই আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় বিজেপির বিরুদ্ধে একযোগে সরব হয় দেশের সমস্ত বিরোধী দল।

ক্রাইম ব্রাঞ্চের প্রশ্নের মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)

আম্বেদকার ইস্যুতেই ওই দিন সংসদের বাইরে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদরা। সেখানেই উপস্থিত ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস-বিজেপি দুই দলের সাংসদদের মধ্যে আচমকাই শুরু হয়ে যায় বচসা। যা থেকে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি।

অভিযোগ ওঠে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুত। এই ঘটনায় এবার বিরাট বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে এবার পুলিশী জেরার মুখেও পড়তে হতে পারে কংগ্রেস নেতাকে।

জানা যাচ্ছে, সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) জিজ্ঞাসাবাদ করতে পারে দিল্লি পুলিশের ক্রাইমব্রাঞ্চ। ইতিমধ্যেই ওই ঘটনার দিনেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। এবার ওই অভিযোগে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন:‘গ্রিন সিগন্যাল’ রেলমন্ত্রীর! বড়দিনের আগে হুগলিবাসীর জন্য বিরাট উপহার দিলেন রচনা

এই অভিযোগের ভিত্তিতে প্রথম পদক্ষেপ হিসেবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আজই হাসপাতালে ভর্তি ২ বিজেপি সাংসদের সাথে দেখা করে তাঁদের বয়ান রেকর্ড করতে চলেছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই গতকাল রাতে দিল্লির বেসরকারি হাসপাতালে থেকে চিকিৎসাধীন ওই দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছেন তদন্তকারী অফিসাররা।

Rahul Gandhi

পাশাপাশি লোকসভার সচিবালয়ের কাছে সংসদ চত্বরের ওই দিনের ঘটনার  সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। অন্যদিকে আম্বেদকর ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে মরিয়া কংগ্রেস। আম্বেদকরকে অপমানের প্রতিবাদে অমিত শাহের বিরুদ্ধে আজ দেশজুড়ে দিনভর প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। অন্যদিকে আজই মহারাষ্ট্র পুলিশের হেফাজতে নিহত আম্বেদকর পন্থী সমাজকর্মীর বাড়িতেও গিয়েছেন রাহুল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর