গণচিতা দেখে অবসাদে আত্মঘাতী দিল্লীর করোনা হাসপাতালের চিকিৎসক

বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় রাজধানী দিল্লীতে করোনা রোগীদের চিকিৎসা করা ম্যাক্স হাসপাতালের ডাক্তার বিবেক রাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। পুলিশ ৩৩ বছর বয়সী ডাক্তারের মৃতদেহ তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

দিল্লী পুলিশ অনুযায়ী, এই ঘটনা ৩০ এপ্রিল রাত ১১ঃ১৬ নাগাদ এক মহিলা ফোন করে জানান যে, তাঁর বান্ধবীর স্বামী ঘরের দরজা খুলছে না। যখন পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখন তাঁরা ডঃ বিবেক রাইকে পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। এরপর পর বিবেক রাইয়ের দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়।

পুলিশ ঘরের তল্লাশি করে একটি সুইসাইড নোট উদ্ধার করে। ওই সুইসাইড নোটে ডঃ বিবেক রাইয়ের হাতের লেখা পাওয়া যায়। সুইসাইড নোটে ডাক্তার বিবেক রাই কাউকে দায়ী করেননি। তিনি সুইসাইড নোটে নিজের পরিবার আর বন্ধুবান্ধবদের সুরক্ষিত জীবনের কামনা করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লীতে বর্ধিত করোনার সংক্রমণ আর মৃত্যুমিছিলে শোকস্তব্ধ ছিলেন বিবেক রাই। আর সেই কারণেই তিনি নিজের শেষ সিদ্ধান্ত নেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর