শাহীনবাগ ফাঁকা করার জন্য পুলিশের অনুরোধ রাখল না মহিলারা, আশঙ্কা করোনা ছড়িয়ে পড়ার

করোনা প্রভাব চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতে তার প্রভাব পড়েছে । সমগ্র বিশ্বে এখনও অবধি করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। ইরানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। ভারতে এই রোগ এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে।

যেভাবে এই রোগ দ্রুত বিস্তার লাভ করছে, তাতে তৃতীয় পর্যায়ে গেলে তা আর সামলানোর পর্যায়ে থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সরকার সব বড় বড় অনুষ্ঠান নিষিদ্ধ করেছে, কিন্তু এরই মধ্যে দিল্লির শাহীন বাগে সিএএর বিরুদ্ধে চলমান ধর্মঘট তিন মাস ধরে চলছে।বিক্ষোভরত মহিলারা দিল্লি পুলিশ এবং আবাসিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে কথা বলেছিলেন এবং পাশাপাশি তারা করোনার ক্রমবর্ধমান ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবহিত করেছিলেন এবং ধর্মঘটটি শেষ করার অনুরোধ করেছিলেন। dt 200121 coronavirus 800x450তবে, বিক্ষোভ রত মহিলারা দিল্লি পুলিশের এই অনুরোধকে গুরুত্ব দেননি। এমনকি তারা এই প্রতিক্রিয়া জানানোও উপযুক্ত মনে করেননি।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে দিল্লির এক জায়গায় ৫০ জনের বেশি লোক জড়ো হতে পারবেন না।শিফট অনুসারে মহিলাদের ডাকা হবে। এছাড়াও প্রবেশদ্বারে একটি মেশিন বসানো হবে এবং স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হবে, যাতে এই ভাইরাস না ছড়াতে পারে।

করোনা গ্রাস করেছে সারা বিশ্বকে।চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।

 

সম্পর্কিত খবর