ব্রেকিং খবরঃ দিল্লী হিংসার সাথে ISIS এর কানেকশন! গ্রেফতার এক দম্পতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  দেশের রাজধানী দিল্লীতে (Delhi) প্রায় তিন মাস ধরে নাগরিকতা আইন (CAA) আর রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টারের (NRC) বিরুদ্ধে চলা প্রদর্শনের মধ্যে রবিবার জামিয়া নগর এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দম্পতিদের বিরুদ্ধে অভিযোগ হল, তাঁরা লাগাতার আইএসআইএস (ISIS) এর মডিউলের সাথে সম্পর্কে আছে আর দিল্লীতে সিএএ এর বিরুদ্ধে চলা প্রদর্শনে উস্কানি দেওয়ার কাজ করে আসছে।

অভিযুক্ত জাহাঞ্জেব সামি (Jahanjeb Sami) আর তাঁর স্ত্রী হিনা বশির বেগকে (Hina Bashir Beg) রবিবার দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল গেফতার করেছে। পুলিশ আপাতত মামলার তদন্ত করছে।

 

সম্পর্কিত খবর

X