বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। সামাজিক মাধ্যম ছাড়া আমাদের দিন চলেনা। আর এই সামাজিক মাধ্যমগুলির অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ (whatsapp)। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এবার হ্যাক হচ্ছে হোয়াটসঅ্যাপও। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ একটি টুইটে এই তথ্য জানিয়েছে।
এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় হ্যাকাররা প্রথমে অন্য কারওর ব্যাংক অ্যাকাউন্ট হাইজ্যাক করে, তার পরে সংশ্লিষ্ট বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বলে এবং আর্থিক লেনদেনের ডিটেল জিজ্ঞাসা করে এবং তথ্য নিয়ে হোয়াটসঅ্যাপ এর লেয়ার অথনিকেশন ভেঙে দেয়।
দিল্লি পুলিশ টুইটে বলেছে, হ্যাকার একটি একই রকম দেখতে অ্যাকাউন্ট ব্যবহার করে ভেরিফিকেশন পিন চেয়ে নেন, পিন দেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। এর মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় হ্যাকার।
https://twitter.com/DCP_CCC_Delhi/status/1273523559336251392?s=19
Never respond to personal messages asking for PIN or any other sensitive personal information. Social media or messaging Apps do not send such messages
— IFSO/CCU Delhi Police (@DCP_CCC_Delhi) June 18, 2020
প্রসঙ্গত, google সার্চ ইঞ্জিনে ৩ লাখ ব্যবহারকারীর Whatsapp নম্বর পাওয়া যাচ্ছে। কোনো তথ্য ফাঁস নয় এ সবই Whatsapp এর নতুন ফিচারের কামাল। আপনিও যদি WhatsApp-এর নতুন চ্যাট ফিচার ‘Click to Chat’ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার নম্বরও Google সার্চে খুঁজে নিতে পারবে যে কেউ।
এই নতুন ফিচারে মোবাইল নম্বর সেভ না থাকলেও পাঠাতে পারবেন। কিন্তু এই নতুন ফিচারটি ব্যাবহার করলেই গুগল সার্চে পাওয়া যাচ্ছে আপনার হোয়াটস অ্যাপ নম্বরটি। ফিচারের মেটা ডেটা সার্চ ইনডেক্সে চলে আসছে নম্বরটি। https://wa.me/<phone_number> এই ইউআরএল থেকে Google সার্চে দৃশ্যমান হচ্ছে ইউজারের নম্বর।
তবে ৩ লাখ হোয়াটসঅ্যাপ নম্বর দৃশ্যমান হলেও এতে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা নেই বলেই জানাচ্ছে সংস্থাটি। তারা জানিয়েছে, যে সব গ্রাহক নিজেদের মোবাইল নম্বর ‘পাবলিক’ বা সকলের জন্য দৃশ্যমান করতে চায়, শুধুমাত্র তাঁদের নম্বরই Google সার্চে পাওয়া যাবে।