বাংলা হান্ট ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয় এবিভিপি-র (ABVP)। চারটি সেন্ট্রাল প্যানেল পদের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সূত্রের খবর, এবিভিপির তুষার ডেধা, অপরাজিতা এবং শচীন বৈশলা এই তিনজন জয়ী হয়েছেন। দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি (DUSU)-তে চারটি সেন্ট্রাল প্যানেল সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে ভোট গ্রহণ হয়েছিল।
২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ প্রক্রিয়া হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) সহ বিভিন্ন ছাত্র ইউনিয়ন গোষ্ঠীর ২৪ জন প্রার্থী এই ভোটে দাঁড়িয়েছিলেন।
এই ভোটে সভাপতি পদে এবিভিপির প্রার্থী তুষার দেধা (Tushar Dedha) জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ২২,৫৬০। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা NSUI-র প্রার্থী অভি দাহিয়া (Abhi Dahiya)। তাঁর প্রাপ্ত ভোট ২২,৩৩১। অন্যদিকে, সম্পাদক পদে জয়ী হয়েছেন অপরাজিতা এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন শচীন বৈশলা। দু’জনেই এবিভিপি-র প্রার্থী।
এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি লেখেন, ‘রাহুল গান্ধী (Rahul Gandhi) দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনে প্রচার করেছিলেন। যা কিনা এবিভিপির ভোট বাড়াতে সাহায্য করেছে। সমস্ত বিজয়ী প্রার্থী, সমর্থকদের অভিনন্দন।’
উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ভোটে সরাসরি এবিভিপি এবং এনএসইউআই-এর মুখোমুখি লড়াই হয়। শুক্রবার ভোটগ্রহণে ভোটদানের হার ছিল ৪২ শতাংশ। এর আগে দিল্লি ইউনিভার্সিটিতে শেষবারের জন্য ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই বারেও তিনটি আসনে জিতেছিল এবিভিপি।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’