বিমানে বোমাতঙ্ক, ভয়ে ডানায় চেপে বসলেন যাত্রীরা! দিল্লি এয়ারপোর্টে ভয়ঙ্কর কাণ্ড

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার বিমানে বোমাতঙ্কের ঘটনায় পড়ে গিয়েছে তুমুল শোরগোল। গত ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। জানা গিয়েছে, এদিন দিল্লি বিমানবন্দরে দিল্লী-বারাণসী (Delhi-Varanasi) 6E2211 ইন্ডিগো বিমানে (Indigo Flight) বোমাতঙ্ককে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।

ঠিক বিমান ওড়ার আগের মুহূর্তেই কর্তৃপক্ষের কাছে আসে একটি উড়ো ফোন। সেই ফোনে জানানো হয় বিমানে নাকি বোমা রাখা আছে। বোমার কথা কানে আসা মাত্রই যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় প্রচন্ড হুড়োহুড়ি। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তাঁদের এমার্জেন্সি গেট দিয়ে নামিয়ে আনা হয়।

কিন্তু এদিন যাত্রীদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল যে ভয়ের চোটে অনেকেই বিমানের ডানাতেও চড়ে বসেছিলেন।  জানা গিয়েছে এদিন ওই বিমানে মোট  ১৭৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছিল দুজন শিশু-ও। এদিন বোমাতঙ্কের খবর কানে আসা মাত্রই তড়িঘড়ি সেখানে গিয়ে পৌঁছায় বিভিন্ন এজেন্সি।

তবে বিমানবন্দর সূত্রের খবর পুরো বিমানে  চিরুনি তল্লাশি চালিয়েও এদিন কিছুই মেলেনি।তবে আশ্চর্যের বিষয় সারা বিমান জুড়ে কিছু না মিললেও বিমানের শৌচাগারে একটু টিস্যু পেপারের লেখা ছিল ‘বম্ব’। দিল্লির বিমানবন্দরের  এই দিল্লি-বারাণসী বিমানের আগে ইতিপূর্বে, দিল্লী ভাদোদরা বিমানেও তৈরি হয়েছিল একই ধরনের বোমাতঙ্ক।

আরও পড়ুন: লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইনের পরিষেবা

Indigo3

তাই বারবার এই ধরনের ঘটনা উস্কে দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। অনেকেই মনে করছেন বড় কোনো নাশকতা ঘটনার আগে এইভাবে  ইঙ্গিত দেওয়া হচ্ছে না তো? তাই এই মুহূর্তে দেশের প্রতিটি বিমানের নিরাপত্তা আরও জোরদার করাই বাঞ্চনীয়।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর