রাবাডাদের আগুনে বোলিং আর শ্রেয়াস-পন্থের দুরন্ত ফিনিশে হায়দ্রাবাদ জয় করল দিল্লি

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই জমে উঠেছে আইপিএল দ্বিতীয় পর্ব, টানটান লড়াইয়ের মধ্য দিয়ে শেষ চারে যাওয়ার জন্য মরিয়া সকলেই। আজ দুবাইতে লড়াইয়ের ময়দানে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। অর্থাৎ একদিকে যেমন ছিলেন ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার তেমনি অন্যদিকে ছিলেন ওয়ার্নার, উইলিয়ামসনরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ। যদিও এই সিদ্ধান্ত খুব একটা কার্যকরী হয়নি তাদের জন্য।

খাতা খোলার আগেই বিধ্বংসী ওয়ার্নারকে ঘরে ফেরান অনরিখ নোকিয়া। এরপর সাহাকে সঙ্গে নিয়ে উয়িলিয়ামসন কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু ১৮ রানে রাবাডার বলে প্যাভিলিয়নের পথ ধরেন ঋদ্ধিমান সাহাও। উইলিয়ামসন, মনীশ পান্ডে কেউই মিডল অর্ডারকে আজ সেভাবে সাহায্য করতে পারেননি। অক্ষর প্যাটেল রাবাডা এবং নোকিয়ার ত্রিফলা আক্রমণে কার্যত সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে হায়দ্রাবাদের পুরো ব্যাটিং লাইনআপ। রান পাননি কেদার যাদব, হোল্ডার কেউই।

সামাদের ২৮ এবং রাশিদ খানের ২২ রানের যোগদান না থাকলে হয়তোবা ১৩৪ রানের সম্মানজনক স্কোরেও পৌঁছাতে পারতো না হায়দ্রাবাদ। অন্যান্য ম্যাচের মতোই এ ম্যাচেও দিল্লির বোলিং ছিল দূরন্ত। একদিকে যেমন দিল্লির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রাবাডা, তেমনি অন্যদিকে দুটি করে উইকেট দখল করেন নোকিয়া এবং অক্ষর। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা তেমন ভালো হয়নি দিল্লির। মাত্র ১১ রানের মাথাতেই খলিলের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন পৃথ্বী শ। তবে অন্যদিকে নিজের দায়িত্বে আজ অবিচল’ ছিলেন শিখর ধাওয়ান।

IMG 20210922 225742

শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে যে গুরুত্বপূর্ণ ৫২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি, তা যে দিল্লিকে চালকের আসনে বসাতে অনেকটাই সাহায্য করেছিল এ নিয়ে কোন সন্দেহ নেই। যদিও ৩৭ বলে ৬ টি বাউন্ডারি এবং ও ১ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো এই ৪২ রানের ইনিংস আরও বড় করার আগেই রশিদ খানের বলে সামাদের হাতে ধরা পড়ে যান তিনি। তবে আজ নতুন করে আর কোন ব্যাটিং ধ্বস নামতে দেননি শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থ। ছোট স্কোর তাড়া করতে নেমে মূলত পার্টনারশিপ গোড়ার দিকেই মন দিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত তাদের দুরন্ত ব্যাটিংয়ের জেরেই ১৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। একদিকে যেমন ৩৫ রানে অপরাজিত থাকেন পন্থ, তেমনি অন্যদিকে ৪৭ রানে নট আউট থেকে যান শ্রেয়াসও।

 

Abhirup Das

সম্পর্কিত খবর