দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি বিশ্ববাসীর উদ্দেশে জানালেন ,  “চিকিৎসাও অত্যন্ত সহজ। দয়া করে অযথা ভয় পাবেন না।”

করোনার প্রভাব বেশি পড়েছে ইরান, ইতালি এবং ব্রিটেনে। আর চীন যেন ইতিমধ্যেই মৃত্যু শহড়ে পরিনত হয়েছে।মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই রোগে এখনও অবধি মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। ভারতেও এই রোগের আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন।

এবং তাঁর মধ্যে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু করোনা আতঙ্কে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। আবার বন্ধ হয়েছে স্কুল ,কলেজ এবং বিশ্ব বিদ্যালয়। আর অনেক জায়গায় ইতিমধ্যেই ঘোরার প্ল্যান বাঞ্চাল হয়ে গেছে। দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বার্তাও দিলেন। তিনি জানান আতঙ্কের কারন নেই, চিকিতসা সম্ভব। এই আতঙ্ক যে কতটা তা নতুন করে বলতে হবে না। রাতারাতি অনেকেই এই করোনার আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছেন। corona virus 4 ২৫ ফেব্রুয়ারি ইউরোপ থেকে দিল্লিতে ফেরার পর থেকেই তিনি জ্বরে পড়েন।  চিকিৎসকদের পরামর্শ ওষুধ খাওয়ায় সাময়িকভাবে সুস্থতা এলেও ফের জ্বর আসে তাঁর। রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হোয়ার পর তিনি জানতে পারেন তিনি করোনাতে আক্রান্ত।

স্বাভাবিকভাবেই ভয় বাসা বাঁধে মনে।পরে সফদরজং হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হলে সেখানে আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় । নিয়মিত পরীক্ষা নিরিক্ষার পাশাপাশি চলতে থাকে ওষুধ। এভাবে চিকিতসা চলে প্রায় ১৪ দিন আর এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। ঘরে বসে বিশ্ববাসীর উদ্দেশে জানান,  “চিকিৎসাও অত্যন্ত সহজ। দয়া করে অযথা ভয় পাবেন না।”

 


সম্পর্কিত খবর