মাধ্যমিক ফেলেও চাকরির দুর্দান্ত সুযোগ, মিলবে মোটা টাকা বেতনও! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শ্রমিকদের (Indian Workers) জন্য এবার বিরাট সুযোগ! জানা গিয়েছে, বিশ্বের ১৮ টি দেশে ভারতীয় শ্রমিকদের চাহিদা ক্রমাগত বিপুলহারে বৃদ্ধি পাচ্ছে। এমনকি, সেই সংক্রান্ত পরিসংখ্যানও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, করোনা (Corona) মহামারীর আগে যতজন শ্রমিক বিদেশে গিয়েছিলেন মহামারীর প্রাবল্য কমতেই তার চেয়ে দ্বিগুণ শ্রমিক বিদেশে কাজ করতে গেছেন। এক কথায়, বিশ্বজুড়ে বাজার খোলার সাথে সাথে ভারতীয় শ্রমিকদের চাহিদা একলাফে বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান কি বলছে: এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৩ বছর আগে রোজগারের জন্য বিদেশে যাওয়া ভারতীয় শ্রমিকের সংখ্যা ছিল ৯৪ হাজার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজারে। মূলত, এই পরিসংখ্যানগুলি হল সেই ১৮ টি দেশের, যেখানে ভারতীয় কর্মীদের যেতে ইমিগ্রেশন চেক রিকওয়ার্ড পাসপোর্ট (ইসিআর) নিতে হয়।

কিভাবে পাওয়া যায় ইসিআর পাসপোর্ট: জানিয়ে রাখি যে, ইসিআর পাসপোর্ট এমন কর্মীদের ইস্যু করা হয়, যাঁরা দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন নি। মূলত, তাঁদের পাসপোর্টের জন্যই পাসপোর্ট অফিসের একটি বিশেষ স্ট্যাম্প প্রয়োজন। তাঁদেরকে ECNR-এর ক্যাটাগরিতে রাখা হয়। উল্লেখ্য যে, ইসিআরযুক্ত দেশগুলিতে বিদেশি কর্মীদের জন্য আইন কঠোর নয়। এই শ্রমিকরা ই-মাইগ্রেট সিস্টেমের বাইরে চলে যান। তাই প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ছুতোর এবং তাঁতিদের এই পোর্টালের মাধ্যমে কাজের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

করোনা মহামারীতেও চাহিদা কমেনি: করোনা মহামারী চলাকালীন ২০২১ সালেও ওই দেশগুলিতে ভারতীয় শ্রমিকদের চাহিদা কমেনি। চলতি বছর ১ লক্ষ ৩৩ হাজার ভারতীয় শ্রমিক ওইসব দেশে কাজ করছেন। আশ্চর্যের বিষয় হল, কেরালা থেকে ইসিআর পাসপোর্টের মাধ্যমে যাওয়া শ্রমিকদের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। পাশাপাশি, বেশিরভাগ শ্রমিক উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং তামিলনাড়ু থেকে যাচ্ছেন বলেও জানা গিয়েছে। এইসব রাজ্যে তাঁদের সংখ্যা দ্বিগুণ থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

এই প্রসঙ্গে আমরা সম্পূর্ণ পরিসংখ্যানটি তুলে ধরছি:
১. ২০২০ সালে উত্তরপ্রদেশের মোট ২৮,৯১১ জন শ্রমিক বিদেশে কাজ করতে গেছিলেন। চলতি বছর অর্থাৎ ২০২২-এর জুন মাসে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৭,২৪০-এ।
২. বিহারে ২০২০ সালে মোট ১৩,৯১১ জন শ্রমিক বিদেশে গিয়েছিলেন। ২০২২-এর জুন মাসে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১,০৮১ জনে।
৩. পশ্চিমবঙ্গে তথা আমাদের রাজ্যেও বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা। ২০২০ সালে মোট ৭,৪২৫ জন দেশের বাইরে কাজ করতে যান। চলতি বছরের জুন মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৫, ২৮৮ জন।
৪. রাজস্থানে ২০২০ সালে মোট ৬,১২৬ জন শ্রমিক বিদেশে গিয়েছিলেন। ২০২২-এর জুন মাসে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩,৭৩৩ জনে।

industrial labour contractor 500x500 1
৫. ২০২০ সালে তামিলনাড়ুর মোট ৬,৪৭৬ জন শ্রমিক বিদেশে কাজ করতে গেছিলেন। চলতি বছর অর্থাৎ ২০২২-এর জুন মাসে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ১০,৭০৯-তে।
৬. এছাড়াও, অন্ধপ্রদেশে চলতি বছর ৮,৯১১ জন, পাঞ্জাবে ৪,৯৫৫ জন, তেলেঙ্গানায় ৬,০৪২ জন এবং ওড়িশায় ৩,১৮১ জন শ্রমিক বিদেশে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর