রতন টাটাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর দাবি, আবেগে ভাসল গোটা ভারত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (ramnath kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের জুলাইয়ের শেষে। তবে এরই মধ্যে দেশের ভাবী রাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেই আলোচনায় বারবার উঠে আসছে রতন টাটার (ratan tata) নাম। স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে দেশের ভাবী রাষ্ট্রপতি হিসেবে রতন টাটার নাম। করা হয়েছে একটি ক্যাম্পেনও।

অন্যদিকে ট্যুইটারেও ‘#RatanTata4President’ ক্যাম্পেন চালু করা হয়েছে। দেশজোড়া খ্যাতি থাকার কারণে, দেশের রাষ্ট্রপতির পদ রতন টাটাকে দেওয়া উচিৎ বলে, মনে করেছেন অনেকেই। এই বিষয়ে সহমত পোষণ করেছেন তামিল চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজক নাগা বাবুও। যদিও এবিষয়ে এখনও অবধি এবিষয়ে কোন মন্তব্য করেননি টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা।

এক ব্যক্তি পরপর দুই বার একই পদে থাকতে পারবেন না, সংবিধানে এমন কোন নিয়ম নেই। কিন্তু বর্তমানে ৫ বছর অন্তর অন্তর নতুন রাষ্ট্রপতি নির্বাচন, একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে, বিরোধী দলগুলোও প্রস্তুতি শুরু করে দিয়েছে।

যদিও একবার দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ, পরপর দুইবার দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এরপর আর কোন রাষ্ট্রপতির এমনটা সৌভাগ্য হয়নি। তবে এই পদের জন্য ৭৫ উর্দ্ধ কোন ব্যক্তিকে নির্বাচনের পক্ষে নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে আগামী ১ লা অক্টোবর ৭৬ বছর বয়স হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

তবে রামনাথ কোবিন্দ আবারও দেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন কিনা, তা জানা না থাকলেও, এখন থেকেই দেশের ভাবী রাষ্ট্রপতি খুঁজতে শুরু করে দিয়েছেন অনেকেই। ইউপিএও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে। আবার বিরোধী দলগুলোর মধ্যে থেকে শরদ পাওয়ারের নামও উঠে আসছে। আবার এই তালিকায় রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর নামও। কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম সামনে এনেছে এনডিএ। তবে রাষ্ট্রপতির পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নীতীশ কুমারের নামও উঠে এসেছে।

তবে এনাদের মধ্যে সর্বাপেক্ষা নজর কেড়েছে রতন টাটার নাম। স্যোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে, ভাবী রাষ্ট্রপতি হিসেবে রতন টাটার নাম। যদিও এবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। আর অন্যদিকে রতন টাটাও এবিষয়ে কোন মন্তব্য প্রকাশ করেননি।

X