সারা দেশে গণতন্ত্র নেই! একমাত্র আমরা বাংলায় গণতন্ত্র কায়েম রেখেছিঃ মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেন, শুধুমাত্র এরাজ্যেই গণতন্ত্র আছে, দেশের অন্য কোথাও গণতন্ত্র নেই, সব যায়গায় গণতন্ত্র বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, গণতন্ত্রে বিক্ষোভ প্রদর্শন গুরুত্বপূর্ণ। যেদিন বিক্ষোভ প্রদর্শন নিজের মূল্য খুইয়ে দেবে, সেদিন ভারত, ভারত হওয়া বন্ধ করে দেবে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেন, এনআরসি পশিমবঙ্গ অথবা দেশের অন্য কোন রাজ্যে হবেনা। অসমে এটা ‘অমস সমঝোতা” এর কারণে হয়েছে। অসম সমঝোতা ১৯৮৫ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর অল অসম স্টুডেন্ট ইউনিয়িন এর মধ্যে হয়েছিল।

মমতা ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে ভয় সৃষ্টি করা বিজেপিকে আমি ধিক্কার জানাই, বিজেপির এই ভয় তৈরি করার কারণে এখনো পর্যন্ত রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। আপনারা আমার উপর ভরসা রাখুন, আমি বাংলায় এনআরসি লাগু হতে দেবনা। ভারতীয় জনতা পার্টির উপর দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনে একমাত্র পশিমবঙ্গে গণতন্ত্র আছে। দেশের আর কোথাও গণতন্ত্র নেই।

rg 8

উনি বলেন, বিজেপি দেশের মানুষের থেকে রোজগার ছিনিয়ে নিয়েছে, ভারতের অর্থব্যাবস্থা নীচে নিয়ে গেছে বিজেপি সরকার। বিজেপি শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজ করে যাচ্ছে। উনি বলেন, আমরা সরকারি সম্পত্তি গুলোকে বেসরকারীকরণ এর বিরুদ্ধে আগামী ১৮ই অক্টোবর রাস্তায় নামছি। আমরা দেখেছি, বিজেপি, আরএসএস আর এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি করেছে। ওরা এরকম ভাবে অশান্তি করে ক্ষমতায় আসতে চাইছে। আমরা এটা হতে দেবনা। উনি আসানসোলের প্রসঙ্গ তুলে বলেন, ওখানে মুনমুন সেনকে হারিয়ে বাবুলকে ক্ষমতায় এনেছে মানুষ। দেকেছেন তো? আমাদের ভোট না দেওয়ার ফল কি হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর