২০১৬ সালের নোটবন্দীর সিদ্ধান্তে ‘কোনও ভুল ছিলনা’, রায় সুপ্রিম কোর্টের! স্বস্তিতে কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্ক : পুরনো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল (Demonitisation) করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় বিজেপি সরকারের (BJP Government) বিরুদ্ধে। আজ সোমবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রায়ে বলা হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্তে কোনও রকম ভুল ছিল না। আর সেই জন্যই কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও জানায়, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না।

নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মোট ৫৮টি পিটিশন দায়ের করা হয়। আবেদনকারীদের যুক্তি ছিল সরকার কোনও পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। কেন্দ্র সরকারের যুক্তি ছিল, বাস্তবে এই সিদ্ধান্তকে বাতিল করা সম্ভব নয়। নোটবন্দির সিদ্ধান্ত বাতিল করতে হলে ‘সময়ের পিছনে গিয়ে’ বাতিল করতে হবে। বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শীতকালীন বিরতির আগে দুপক্ষের যুক্তি শোনেন। ৭ ডিসেম্বর পর্যন্ত রায়দান স্থগিত রাখে।

   

Modi 1

২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের যুক্তি ছিল, কালো টাকার যোগান রুখতেই এই সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের তরফে এ-ও দাবি করা হয়েছিল, পুরনো নোট বদল করলে কালো টাকা রাখা ব্যক্তিরা এক দিকে যেমন বিপদে পড়বে, তেমনই ভারতীয় অর্থনীতিতে স্বচ্ছতা আসবে।

নোটবন্দি হতেই সম্পূর্ণ অন্য এক ছবি প্রকাশ্যে আসে। দেশ জুড়ে সমস্যার মুখে পড়েন আম জনতা। ব্যাঙ্কের বাইরে নতুন টাকা পেতে লম্বা লাইন পড়ে যায়। টাকা বদলানোর হিড়িকে অসুস্থ হয়ে মৃত্যুও ঘটে অনেকেরই। পরে দেখা যায়, যত টাকা খোলা বাজারে ছিল, তার প্রায় পুরোটাই ফিরে এসেছে সরকারের কোষাগারে।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর