বাংলাদেশে ডেঙ্গি অবস্থার অবনতি। বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে র ডেঙ্গি পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটে চলেছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাথে বাড়ছে মৃত্যুর ঘটনাও। ১৭ অগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৪৭৬ জন। ডেঙ্গিতে এখনও পর্যন্ত সরকারি ভাবে ৪০ জনের মৃত্যুর খবর জানা যায়।

 

বাংলাদেশের সরকারি হিসাব সূত্র থেকে জানা যায়,  সরকারি নথি  হিসেবে , ১৯ বছরে বাংলাদেশে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার ১৭৬। এবছর আগস্টেই সেই সংখ্যা ছাপিয়ে গেছে।দেশের বাইরে থেকে অগস্ট মাসেই ১ কোটি ৬১ লক্ষ ডেঙ্গু শনাক্তকরণের কিট আনানোর ব্যবস্থা করা হয়েছে।ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে।  বাংলাদেশের প্রায় সর্বত্র নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে।ভারত, চিন, সিঙ্গাপুরের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে ডেঙ্গি প্রতিরোধের নানা কৌশল জেনে নতুন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক।বাড়ানো হচ্ছে সচেতনতা, এবং তার জন্য নানান প্রকল্পও গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর