বাংলা হান্ট ডেস্ক: একের পর এক সঙ্কট যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের (Pakistan)। সম্প্রতি ভয়াবহ বন্যার প্রকোপে পড়ে ভারতের এই পড়শি দেশ। তার ওপরে ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কট তো আছেই। তবে, এবার পাকিস্তানে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এমনকি, বর্তমানে অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক এবার ভারত থেকে ৬০ লক্ষ মশারি কেনার জন্য আবেদন করেছে। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গ্লোবাল ফান্ডের অধীনে থাকা তহবিলের সাহায্যেই এই মশারি কেনা হবে।
এই প্রসঙ্গে রিপোর্ট অনুযায়ী, WHO-র কর্মকর্তারা জানিয়েছেন যে, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যত তাড়াতাড়ি সম্ভব মশারি কেনার পরিকল্পনা করছেন। পাশাপাশি, তাঁরা আশা করছেন যে, আগামী মাসের মধ্যেই ওয়াঘা সীমান্ত মারফত এই মশারি সেই দেশে পৌঁছে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। যার ফলে এখনও পর্যন্ত প্রায় ১,৭০০ জনেরও বেশি মানুষ মারা যান। এমনকি, গৃহহীন হয়ে পড়েন প্রায় ৩.৩ লক্ষ মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, ওই বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
পাকিস্তানের ৩২ টি জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া: ইতিমধ্যেই গত সেপ্টেম্বরে WHO সতর্কতা জারি করে জানিয়েছিল যে, ম্যালেরিয়ার মত ভয়াবহ রোগের বৃদ্ধির জেরে আরেকটি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে পাকিস্তান। এদিকে, গত সপ্তাহে WHO ফের সতর্ক করে জানায় যে, ২০২৩ সালের জানুয়ারি মাস নাগাদ নাগাদ, বন্যা কবলিত পাকিস্তানের ৩২ টি জেলায় ২৭ লক্ষ মানুষ ম্যালেরিয়ায় আক্রন্ত হবেন। ইতিমধ্যেই ওই দেশের ৩২ টি বন্যা কবলিত জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন যে, বিপুল সংখ্যক শিশুও এই মশাবাহিত রোগের সঙ্গে লড়াই করছে।
পাশাপাশি, একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক গত মাসে ভারত থেকে মশারি কেনার জন্য আবেদন জানিয়েছিল। আধিকারিকদের মতে, পাঞ্জাব ও বেলুচিস্তানের ২৬ টি বন্যা কবলিত জেলার জন্য এই রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মশারি কেনার উদ্দেশ্যে গ্লোবাল ফান্ডকেও অনুরোধ করা হয়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কাশ্মীর এবং সীমান্তবর্তী এলাকার বিভিন্ন উত্তেজক ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রায়শই চরমে ওঠে। ২০১৯ সালের ৫ আগস্ট, জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা শেষ হওয়ার পর থেকে, দুই দেশের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গিয়েছিল। এদিকে, ভারতের এই সিদ্ধান্তের পর পাকিস্তান তার সঙ্গে কূটনৈতিক সম্পর্কও কমিয়েছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেও অনেকটা ছেদ পড়েছে।