বাংলা হান্ট ডেস্ক: আসছে বর্ষা, কিন্তু তার আগে থেকেই ডেঙ্গি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। উপযুক্ত পরিকাঠামো ছাড়া ভর্তি নেওয়া যাবে না ডেঙ্গি রোগীকে, অন্যথা কড়া ব্যবস্থা নেওয়া হবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে।
বেশ কড়াকড়ি ভাবেই ডেঙ্গি রুখতে নেমে পড়েছে রাজ্য প্রশাসন। এদিন রাজ্যের স্বাস্থ্য কর্তাদের বৈঠক হয় পুর কর্তৃপক্ষের সঙ্গে। স্বাস্থ্য দফতর তৈরি করেছে বিশেষ পর্যবেক্ষণ দল। জানা গেছে, বিশেষজ্ঞদের একটি দল প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের যাবে চিকিৎসকদের পরিকাঠামো খতিয়ে দেখতে। ডেঙ্গি চিকিৎসার জন্য নির্দিষ্ট সরঞ্জাম আছে কিনা, তাও যাচাই করে দেখবে ওই দল।
প্রতিবছর বর্ষাকাল এলেই, বহু প্রাণ তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডেঙ্গি রোগে আক্রান্ত হয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিও নজরে এসেছে বেশ কয়েকটি ক্ষেত্রে। সেকারণেই এবার আগে থেকে সক্রিয় ব্যবস্থা নিল প্রশাসন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা