বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালে ডেঙ্গু (Dengue) ও ম্যালেরিয়ার (Malaria) মতো ভয়াবহ রোগে প্রতি বছর হাজার হাজার জন আক্রান্ত হন। এমনকি, ঘটে মৃত্যুর ঘটনাও। এমতাবস্থায়, এই রোগগুলিকে প্রতিহত করার জন্য সরকার এবং প্রশাসনিক দিক থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও এবার একটি বড় খবর সামনে এসেছে।
জানা গিয়েছে যে, কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India, SII) শীঘ্রই ডেঙ্গুর ভ্যাকসিন আনতে চলেছে। ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, এটি এক বছরের মধ্যেই তৈরি করা হবে। যা ডেঙ্গুর জন্য কার্যকর হবে। কোম্পানিটি শীঘ্রই ম্যালেরিয়ার একটি ভ্যাকসিনও লঞ্চ করবে। পাশাপাশি, তিনি আরও জানান যে, এই ভ্যাকসিনটি কেবল ভারতেই নয়, বরং আফ্রিকাতেও যেখানে ম্যালেরিয়া দেখা যায় সেখানেও কার্যকরী ভুমিকা পালন করবে।
পুনাওয়ালা বলেন, “কোভিশিল্ডের সাফল্যের পর সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার ভ্যাকসিন চালু করবে।” তিনি বলেন, সিরাম ইনস্টিটিউট ডেঙ্গুর ভ্যাকসিনও তৈরি করছে। এটি একটি ভাইরাল সংক্রমণ। যা মশার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এক বছরের মধ্যেই ডেঙ্গুর ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী বাজছে ভারতের ডঙ্কা! সামনে এল গুরুত্বপূর্ণ রিপোর্ট! জানলে হয়ে যাবেন অবাক
উল্লেখ্য যে, ম্যালেরিয়া এবং ডেঙ্গু উভয়ই ভেক্টর-বাহিত রোগ। যেটি গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় দেশগুলিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে, করোনার মতো ভয়াবহ মহামারীর প্রাদুর্ভাবের পর সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছে।
আরও পড়ুন: ফের বড়সড় সমস্যার সম্মুখীন! হিন্ডেনবার্গের পর এবার এই রিপোর্টের জন্য ঘুম উড়েছে আদানি গ্রুপের
ক্যান্সারেরও ভ্যাকসিন আসবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্ষাকালে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ লক্ষাধিক মানুষকে সংক্রমিত করে। পাশাপাশি, কিছু মানুষ প্রাণও হারান। তাই, এই রোগগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ভ্যাকসিন খুঁজে বের করার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। আর এখন ভ্যাকসিন তৈরিতে সফল হয়েছেন তাঁরা। এদিকে, সিরাম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার পাশাপাশি ক্যান্সার নিয়েও গবেষণা করছেন। আপাতত, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছেন তাঁরা।