২১-এ একইসাথে বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি অনেক আগেই পড়ে গিয়েছে। তবে আসল খেলা শুরু হল প্রার্থী ঘোষণার পরই। এ রাজ্যে দলবদলের যে চিত্র দেখতে পাচ্ছে রাজ্যবাসী , তার ঠিক উল্টো দৃশ্য দেখতে মিলছে প্রতিবেশী রাজ্য অসমে। সেখানে মোদীজির নেতৃবৃন্দের উপর ক্ষুদ্ধ হয়ে দল ত্যাগ করলেন মন্ত্রী সাম রোঙ্গহাঙ। ভোটমুখী রাজ্যে তিনি আজই যোগ দেন কংগ্রেসে।
খবর অনুযায়ী, এবারের নির্বাচনের প্রার্থী তালিকায় নিজের নাম না দেখতে পেয়েই এমন সিদ্ধান্ত সামের। জানা যাচ্ছে, কংগ্রেসের তরফে তাকে দিপু আসনে প্রার্থী করা হতে পারে।
কংগ্রেসে যোগ দিয়েই তিনি রাজ্য বিজেপির উপর একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন , ‘ বিজেপি তাকে যা যা দায়িত্ব দিয়েছিল। তা তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে। যার প্রমান হিসেবে তিনি সাধারণ মানুষকেই তুলে ধরেন। তদুপরি নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দানের সিদ্ধান্ত তার।’
এদিন গেরুয়া শিবির ত্যাগ করেই দলের একদল নেতাদের একহাত নেন তিনি। বলেন, কয়েকজন নেতার ষড়যন্ত্রেই তাকে টিকিট থেকে বঞ্চিত করা হল।
এখানেই থেমে না থেকে দলত্যাগী মন্ত্রী জানান, ‘বিজেপির দল পরিচালনার ধরণ এখন অস্বচ্ছ। এই দলে থেকে মানুষের জন্য তিনি আর কাজ করতে পারবেন না। তাই দল ছেড়ে কংগ্রেসে যোগ। তিনি কংগ্রেসের উপর আসা রেখে বলেছেন, এবার তিনি অনেকদিন যাবৎ মানুষের জন্য কাজ করে যেতে পারবেন। তাই তিনি কংগ্রেসের সঙ্গে সবসময় আছেন এবং আগামী দিনেও থাকবেন।”
উল্লেখযোগ্য বিষয় হল, ভোটমুখী রাজ্যে হটাৎই এমন এক হেভিওয়েট মন্ত্রীর দলবদল যে, বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিয়েছে তা বলাই বাহুল্য। তবে সাম রোঙ্গহ্যাং কে কংগ্রেসের তরফে প্রার্থী করা হবে কিনা, তা এখনও ধোঁয়াশায় রাখা হয়েছে দলের তরফে।