৩৯ মিমি দীর্ঘ দাঁত তুলে রেকর্ড গড়লেন মধ্যপ্রদেশের এক চিকিৎসক

অনেক ধরনের মিরাকেল ঘটে আমাদের জীবনে, আর সে সব ঘটনা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার পাশাপাশি সোশ্যাল সাইটে  উঠে এল এক অন্য ঘটনা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের দীর্ঘতম মানুষের দাঁত উত্তোলনের জন্য একটি নতুন রেকর্ড করবে।মধ্য প্রদেশের খারগনে  বিশ্বের খ্যত নামা ও  অনন্য দাঁতের  ডাক্তার সৌরভ শ্রীবাস্তব একজন রোগীর চোয়াল থেকে সরে এসেছেন। এই দাঁতটি ৩৯ মিমি দীর্ঘ। এই দাঁতগুলি অপসারণের পাশাপাশি ডেন্টিস্ট সৌরভ শ্রীবাস্তবের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ থাকবে।

২৯ শে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র পবন ভাবসার ডাঃ সৌরভ শ্রীবাস্তবের কাছে দাঁত দেখাতে এসেছিলেন  ।  ২০ বছর  বয়স্ক পবন ভাবসার বেশ কয়েকদিন ধরেই দাতের ব্যথায় ভুগছিলেন  ।  আর তার দাতের বেড়ে যাওয়ার  কারণে দাতের ব্যাথা শুরু হয়।আর এই দাত বেড়ে যাওয়ার কারনে পবনকে দেখতে খারাপ লাগছিলো।  কারন এর আগে সম্ভবত এতো বড় দাত দেখতে পাওয়া যায়নি। কারন দাতের সাইজ ছিলো ৩৯ মিমি। যা সর্বকালের সেরা রেকর্ড । আর দাতের এই উচ্চতার কারনে এই ঘটনা সবাইকে বেশ অবাক করে তুলেছে।AQWবলে রাখা ভালো এর আগে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা বিশ্বের দীর্ঘতম দাঁতটির রেকর্ডটি ছিল ৩৭.২ মিমি। এই রেকর্ডটি ২০১২ সালের। আর জার্মানির ডেন্টিস্ট ম্যাক্স লুকসে এই রেকর্ড গড়েছিলো । গুজরাটের গুদামের বামোদরের ডাঃ জামিন প্যাটেলের ৩৬.৭ মিমি দীর্ঘ দাঁত অপারেশন থেকে অপসারণের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন ডাক্তার ম্যাক্স লুকস।

হাসপাতালে র থেকে বের করার পর  দাঁতটা  যখন পরিমাপ করা হয় তখন দাঁতটি দৈর্ঘ্য ছিলো ৩৮ মিমি এবং দাঁতটি এতো বড় ছিলো বলে পবন নিজেও অবাক হয়ে যায়। আর এটি বিশ্বের বৃহত্তম দাঁত বলে মনে করা হচ্ছে । ডঃ সৌরভ লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও এই দাতের দাবি করেছেন। মেডিকেল রিপোর্ট এবং বিশেষজ্ঞের রিপোর্ট বিশ্ব রেকর্ডের জন্য আসবে এবং তারপরে এটি বিশ্ব রেকর্ডে রেকর্ড করা হবে।

সম্পর্কিত খবর