তলোয়ার উঁচিয়ে ধর্মীয় স্লোগান দিয়ে ডেপুটি মেয়রের জন্মদিন পালন! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের বুলধানা জেলার মলকাপুর পৌরসভার ডেপুটি মেয়র হাজি রাশিদ খান জমাদারের জন্মদিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে অনেককেই ধার্মিক স্লোগান দিয়ে হাওয়ায় তলোয়ার নাচাতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

ঘটনা সামনে আসার পর পুলিশ রাশিদ খান আর ওনার সমর্থকদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে দুজনকে গ্রেফতার করেছে। ভিডিও তে নারা-এ-তকবীর, আল্লাহু আকবরের স্লোগান স্পষ্ট শোনা যাচ্ছে। আরেকদিকে এটাও দেখা যাচ্ছে যে, গোটা দেশের মধ্যে করোনায় সবথেকে প্রভাবিত মহারাষ্ট্রে করোনার নিয়মের ব্যাপক ভাবে লঙ্ঘন হচ্ছে।

মলকাপুর থানার ইনচার্জ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি হাজি রাশিদ খানের জন্মদিন ছিল। আর ওনার জন্মদিনের অনুষ্ঠানে ওনার সমর্থকরা ধর্মীয় স্লোগান দিয়ে তলোয়ার নিয়ে নাচ করে। ভিডিও ভাইরাল হওয়ার পর দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় আর ৫ টি তলোয়ার উদ্ধার করা হয়।

বলে রাখি, ডেপুটি মেয়র রাশিদ খানের জন্মদিন মলকাপুর তহসিল মিউনিসিপ্যালিটি স্কুল চত্বরে মঙ্গলবার আর বুধবার মধ্য রাতে পালন করা হয়। সেখানে ওনার সমর্থকরা ক্ষমতার প্রদর্শন করার জন্য তলোয়ার নিয়ে নাচ করতে থাকে।

সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে রাশিদ খানের সমর্থকদের ব্যাপক স্লোগানবাজি করতে দেখা যাচ্ছে। পুলিশ জানায় যে, মেয়রের জন্মদিনের পার্টিতে ১০০ এর বেশি মানুষ জড়ো হয়েছিল আর কেউ মাস্ক পরেছিল না।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর