‘উই আর শকড’! অভিষেকের নির্দেশে তৃণমূলের বাদ পড়া মুখপাত্রদের ফোন! তারপর যা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কালীঘাটের কার্যালয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে সেই বৈঠক হয়। হাজির ছিলেন তৃণমূলের শীর্ষ স্তরের একাধিক নেতা নেত্রী। ওই বৈঠকে দলের মুখপাত্রদের তালিকায় বেশ কিছু রদবদল করা হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে, কে কোন বিষয়ে কথা বলবেন। সেই সঙ্গেই বাদ পড়েছে বেশ কিছু নাম। এবার অভিষেকের নির্দেশ মতো তাঁদের ফোন করলেন ডেরেক ও’ব্রায়েন।

  • বাদ পড়া মুখপাত্রদের ফোন করার নির্দেশ অভিষেকের (Abhishek Banerjee)!

সদ্য তৃণমূলের (Trinamool Congress) নতুন মুখপাত্রের তালিকা প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। শাসকদলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এই আবহে এবার বাদ পড়া মুখপাত্রদের ফোন করলেন ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের (TMC) ‘সেকেন্ড ইন কমান্ডে’র নির্দেশ মতো তিনি এই ফোন করেন বলে খবর।

তৃণমূলের সদ্য প্রকাশিত মুখপাত্রের তালিকায় দেখা গিয়েছে, ৪টি নাম ‘মিসিং’। অরূপ চক্রবর্তী, কোহিনূর মজুমদার, ঋজু দত্ত এবং সুদীপ রাহার নাম নেই সেই তালিকায়। তৃণমূলের অন্দরে এনারা প্রত্যেকেই ‘অভিষেক পন্থী’ (Abhishek Banerjee) হিসেবে পরিচিত। ফলে স্বাভাবিকভাবেই মুখপাত্রদের তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ফেরাবেন আমানতকারীদের টাকা! বদলে গেল চিটফান্ড কমিটির চেয়ারম্যান! এবার দায়িত্ব নিলেন কে?

এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার এই ৪ জনের কাছে ডেরেক ও’ব্রায়েনের ফোন আসে। কনফারেন্স কলে তাঁদের সঙ্গে কথা হয় বলে খবর। মুখপাত্রদের (Spokesperson) তালিকা থেকে নাম বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেন অরূপ। দলের সিদ্ধান্ত মেনে নিলেও স্মরণ করিয়ে দেন, দলের কঠিন সময় বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে বিরোধীদের কটু কথা শুনেছেন তাঁরা।

Abhishek Banerjee

সংশ্লিষ্ট প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ডেরেক বলেন, ‘উই আর শকড’! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ‘আমরা বিস্মিত’! জানা যাচ্ছে, ডেরেক এদিন মুখপাত্রদের কাজের তারিফ করার পাশাপাশি অভিষেককে (Abhishek Banerjee) সম্পূর্ণ বিষয়টা জানাবেন বলেছেন। একইসঙ্গে দলের নেতাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X