গোয়া বিধানসভায় লড়ছে তৃণমূল, হবে মুখ্যমন্ত্রী নামেরও ঘোষণা! জানালেন ডেরেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ের পরেই এবার ২৪-এ লোকসভাকে টার্গেট করেছে তৃণমূল। সেই সূত্র ধরেই ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তার করতে বদ্ধপরিকর তারা। একদিকে যেমন ইতিমধ্যেই অসম এবং ত্রিপুরায় দলের শক্তি বাড়াতে উঠে-পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস, তেমনি এবার জানা গেল আগামী বছর গোয়াতেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেক বলেন, “আমরা গোয়ায় ক্ষমতাসীন বিজেপির চরম প্রতিদ্বন্দ্বী।” সাথে সাথেই শনিবার কার্যত এক প্রকার হুঁশিয়ারিও দিলেন তিনি। তিনি বলেন, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কোনো নেতা থাকেন, তাহলে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

তার মতে, গোয়া এমন একটি দল খুঁজছে যারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে। এক্ষেত্রে তৃণমূল ছাড়া কোন বিকল্প নেই বলে দাবি করেন তিনি। তিনি এও বলেন তৃণমূলে কোন হাইকমান্ড সংস্কৃতি নেই। স্থানীয় নেতাদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রসঙ্গত শুক্রবারই গোয়ায় গিয়ে নাগরিক সমাজ এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন ও’ব্রায়েন।

ডেরেক আরও জানিয়েছেন তৃণমূল লড়াই করলে বিরোধী ভোট ভাগ হওয়ার কোন সম্ভাবনা নেই। খুব শীঘ্রই দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলিতেই এতদিন শক্তি বাড়ানোর চেষ্টা করছিল তৃণমূল। তবে এক্ষেত্রে গোয়া যে এবার স্ট্রাটেজিতে বড় পরিবর্তন এই নিয়ে কোন সন্দেহ নেই।

 

সম্পর্কিত খবর

X