বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন মন্দির ও মসজিদ বিতর্ক নিয়ে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি, সেই সময় রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করে সেই বিতর্কে আরো ঘি ঢেলে দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কি। দেশের বিভিন্ন প্রান্তে মন্দির এবং মসজিদ নিয়ে বিতর্ক জারি রয়েছে। এর মাঝেই অনেক নেতা-নেত্রীরা অতীতে রাম মন্দির প্রসঙ্গকে বিতর্কে টেনে আনার চেষ্টা করে চলেছেন আর এর মধ্যেই এদিন কংগ্রেস নেতা বলেন, “রাম মন্দিরে বর্তমানে কুকুর প্রস্রাব করছে।”
সোলাঙ্কির এই মন্তব্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কংগ্রেস নেতার সমালোচনায় নেমেছে বিজেপি দল এবং সদ্য কংগ্রেস দল ছাড়া হার্দিক পটেলও। এদিন প্রথমে বিজেপিকে আক্রমণ করে ভরত সিং সোলাঙ্কি বলেন, “দেশে বিজেপি সরকার রামের নাম করে কোটি কোটি টাকা সংগ্রহ করে চলেছে, অথচ দেশবাসীর সামনে এখনো পর্যন্ত এর কোন হিসেবে তুলে ধরা হয়নি। এখানে অনেক দুর্নীতি হচ্ছে।”
এরপর তিনি বলেন, “যে রামশীলাকে দেশবাসী শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে দীর্ঘকাল ধরে পূজো করে আসছে, গ্রাম থেকে শহর সর্বত্র যার মন্দির তৈরি করা হচ্ছে, সেই মন্দিরের ইটে বর্তমানে কুকুরকে প্রস্রাব করতে দেখা যাচ্ছে।” স্বভাবতই তাঁর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠে যায়। একাধারে যেমন বিজেপি দল তাঁর সমালোচনা শুরু করে, ঠিক সেরকম ভাবেই সদ্য কংগ্রেস দল ছাড়া হার্দিক পটেল সম্পূর্ণ ঘটনায় কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় তুলে বলেন, “অতীতে আমি একাধিকবার বলেছি যে, কংগ্রেস দল দেশবাসীর আবেগে আঘাত হানে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া তাদের অনেকদিন কার স্বভাব। বর্তমানে কংগ্রেস নেতার এই মন্তব্য আমি নিন্দা করি।”
গোটা দেশ জুড়ে বিতর্কের মাঝেই অবশেষে মুখ খোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “আমি রামের প্রতি কোন রকম অসম্মান করতে চাইনি আর হিন্দুদের আবেগে আঘাত করার কোনো রকম উদ্দেশ্য আমার ছিল না।” তবে তাঁর এই মন্তব্যের পরেও বিতর্ক থামার কোনো রকম লক্ষণ দেখা যায়নি।