সেদিন এই ভুলটা না করলে মেসির হাতে বিশ্বকাপ উঠতো না! অনুশোচনায় ভুগছেন ফ্রান্স কোচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনাল এরপর প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলেছে। তাও আর্জেন্টিনা বনাম ফ্রান্স দ্বৈরথের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক ফুটবলপ্রেমী। অনেকেই বলেছেন ওই বিশ্বকাপ ফাইনালে ছিল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল এবং শেষপর্যন্ত যোগ্য দলই ট্রফি ঘরে তুলেছে। প্রসঙ্গত ওই ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ের খেলার পরেও অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

messi with world cup

সেই ফাইনালে নিজের একটি সিদ্ধান্ত নিয়ে এখনও আফসোস করেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। সেই ফাইনালে কিছু এমন ফুটবলারকে তিনি মাঠে নামিয়েছিলেন যা নিয়ে এখন ভাবলে নিজেকে অপরাধী মনে হচ্ছে তারা। ফ্রান্স একাদশে মোট ৫ জন ফুটবলারকে খেলানো নিয়ে এই অনুশোচনায় ভুগছেন দেশঁ।

এই পাঁচ প্লেয়ারের নাম অবশ্য ঘোষণা করেননি তিনি। কিন্তু তিনি মনে করেন যে তারা এই ধরনের হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ছিল না।আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের খারাপ পারফরম্যান্সের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, “ফাইনালের একাদশে পাঁচজন ফুটবলার ছিল যারা বিভিন্ন কারণে এই ম্যাচের জন্য প্রস্তুত ছিল না।” যদিও কারণটি ঠিক কি সেই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি।

এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন আমি কোনওরকম বিতর্ক চাই না। কাউকে কঠিন কথা বলতে চাই না। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমরা প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধেরও বেশ কিছুটা সময় একেবারেই ভালো খেলতে পারিনি, যার ফল আমাদের ভুগতে হয়েছে।

অনেকেই মনে করছিলেন যে ফ্রান্সের বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতার দায় নিয়ে নিজেই পদত্যাগ করবেন ফ্রান্স কোচ। কিন্তু দুদিন আগেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে যে ২০২৬ বিশ্বকাপ অব্দি এমবাপ্পেদের দায়িত্বে থাকছেন দেশঁই।

Reetabrata Deb

সম্পর্কিত খবর