এত পরিশ্রমের পরও পঞ্চম স্থানে বুলেট, আফশোস হয়? নিজেই জানালেন অভিজ্ঞতার কথা

বাংলাহান্ট ডেস্ক : ২০২২ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল জি বাংলার পর্দায় সারেগামাপা রিয়ালিটি শো। রবিবার শেষ হয়েছে এই রিয়েলিটি শো-এর দীর্ঘ সাত মাসের পথ চলা। সকলকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন পদ্মপলাশ হালদার এবং অস্মিতা কর। দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যালবার্ট কাবোর নাম। তৃতীয় স্থান অধিকার করেছেন সোনিয়া গজমে। দীর্ঘ লড়াই করেও পঞ্চম স্থানে উঠে এসেছে বুলেটের (Bullet) নাম।

যদিও প্রথম স্থানে পদ্মপলাশ হালদার এবং অস্মিতা করকে মেনে নিতে চাননি নেট নাগরিকরা। অনেকেরই মতে, প্রথম স্থান পাওয়া উচিত ছিল অ্যালবার্ট কাবোর। একাংশের অভিযোগ পন্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র পদ্মপলাস আর সে কারণেই প্রথম স্থান দেওয়া হয়েছে তাঁকে। তবে এসবের মধ্যেও কেউ ভুলে যাননি বুলেটকে।

bullet

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন সারেগামাপা ২০২২ এর প্রতিযোগী বুলেট। তবে পঞ্চম স্থানে উঠে এল তাঁর নাম। এই বিষয় নিয়েও কম কাঁটাছেড়া হয়নি নেট দুনিয়ায়। অবশেষে সমগ্র ঘটনা নিয়ে মুখ খুললেন বুলেট।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর জার্নির কথা। ‘যা হয় ভালোর জন্যই হয়’ এমনটাই মনে করছেন উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরের যুবক বুলেট। টানা কয়েক মাস সমস্ত প্রতিযোগীর সঙ্গে একসাথে কাটিয়েছেন তিনি। বাড়ি ফিরেছেন একরাশ ভালোবাসা নিয়ে। সাধারণত বাংলা ব্যান্ডের গান গাইতেই বেশি ভালবাসতেন তিনি। তাঁর গলায় বহুবার শোনা গেছে বাপ্পি লাহিড়ী, আর ডি বর্মন-এর গান।

যদিও প্রথম স্থান বুলেট না পাওয়ায় দর্শকের মনে তৈরি হয়েছে হতাশা। সেই বিষয় নিয়েও মুখ খুলেছেন এই সংগীতশিল্পী। তাঁর মতে, তিনি যে টপ সিক্সে আসতে পেরেছেন এটাই তার কাছে সবচেয়ে বড় পাওনা। এত প্রতিযোগীদের মধ্যে শ্রোতারা বেছে নিয়েছেন তাকে সে কারণে সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর মতে তিনি হয়তো অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি তবে আগামীতে ভালো কাজ করে দর্শকদের উপহার দিতে চান তিনি।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় জমজমাট ভাবে শুরু হয় এই অনুষ্ঠান। শেষ হয় রাত সাড়ে এগারোটা নাগাদ। দর্শকদের মনোরঞ্জন দিতে একের পর এক গান শোনা যায় কুমার শানুর কণ্ঠে। মঞ্চে গান গাইলেন বিশেষ অতিথি সোনু নিগমও। এমনকি যুগলবন্দী গাইতেও শোনা যায় তাঁদের। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন সারেগামাপার প্রাক্তন কলাকুশলীরা। অবশেষে রাত ১১:৩০ টা নাগাদ প্রকাশিত হয় বিজয়ী প্রতিযোগীদের নাম। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন নেট দুনিয়া।


additiya

সম্পর্কিত খবর