ক্রিকেটে তিনটি ফরমেট থাকলেও ক্রিকেটারদের আসল পরীক্ষা হয় টেস্ট ক্রিকেটে, টেস্ট ক্রিকেটেই বোঝা যায় একজন ক্রিকেটারের মধ্যে কতটা প্রতিভা রয়েছে। এই টেস্ট ক্রিকেটে শুধুমাত্র টিকে থাকলেই হয় না সেই সাথে রক্ষা করতে হয় নিজের দলকে। কখনো কখনো এমন হয়েছে যে দলের পুরো দায়িত্ব এসে পড়েছে শেষের দিকে টেল এন্ডারদের উপর, অর্থাৎ বোলারদের উপর ম্যাচের পুরো দায়িত্ব এসে পড়েছে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কয়েকজন বোলার দুর্দান্ত ইনিংস খেলেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত বোলারদের, যারা বোলার হয়েও টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছেন।
1) বেন স্টোকস:-
ইংল্যান্ডের এই অলরাউন্ডার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন। বেশ কয়েকটি ভালো ভালো ইনিংস এসেছে এই অলরাউন্ডারের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2016 সালে একটি বিধ্বংসী ইনিংস খেলেন বেন স্টোকস। সেই ম্যাচে মাত্র 198 টি বল খেলে তিনি করেন 258 রান। 30 টি চার এবং 11 টি ছয় দিয়ে এই ইনিংসটি সাজানো ছিল।
2) জেসন হোল্ডার:-
জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের একজন প্রতিভাবান অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক 2019 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দারুণ ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে তিনি 229 বলে 202 রানের একটি ইনিংস দারুন খেলেছিলেন তিনি। হোল্ডারের সেই ইনিংসটি সাজানো ছিল আটটি ছক্কা এবং 23 টি চার দিয়ে।
3) জেসন গিলেস্পি:-
একসময় এই গিলেস্পি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার ছিলেন। 2006 সালে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে তিনি ডবল সেঞ্চুরি করেছিলেন। সেই টেস্ট ম্যাচে তিনি 425 বলে 202 রানের একটি গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার সেই ইনিংসটি সাজান ছিল 26 টি চার এবং দুটি ছয় দিয়ে।
4) ওয়াসিম আক্রম:-
বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার ছিলেন এই পাকিস্তানি বোলার। তিনি 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিলেন।