বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League) একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। আগামী মঙ্গলবার শুরু হতে চলেছে প্রথম কোয়ালিফায়ার। এদিকে, ২০২৪-এর IPL-এ দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে KKR (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলের একদম শীর্ষে থাকা কলকাতা সবার প্রথমে পৌঁছে গিয়েছে প্লে-অফে।
আমরা যদি পয়েন্ট টেবিলের থেকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে, এখনও পর্যন্ত ১৩ টি ম্যাচ খেলে ৯ টিতে জয়লাভ করেছেন শ্রেয়স আইয়াররা। পাশাপাশি, বৃষ্টির কারণে একটি ম্যাচ অমীমাংসিত থেকে যায়। এমতাবস্থায়, ১৯ পয়েন্ট অর্জনের মাধ্যমে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে পৌঁছে যায় KKR। তবে, এবারে লিগ চ্যাম্পিয়ন হতে পারলেও KKR একটি বড় রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
মূলত, চলতি বছরে কলকাতার কাছে IPL-এর ইতিহাসে একটি নির্দিষ্ট মরশুমে লিগ পর্বের খেলা সর্বোচ্চ পয়েন্ট হাসিলের সুযোগ ছিল। কিন্তু, এবারের সেই সুযোগই কাজে লাগাতে পারল না কলকাতা। জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত IPL-এর ইতিহাসের একটি মরশুমে সর্বোচ্চ পয়েন্ট হল ২২। যেটি এর আগে করে দেখিয়েছে একাধিক দল।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, ২০০৮ সালে অর্থাৎ IPL-এর প্রথম মরশুমেই ২২ পয়েন্ট পেয়েছিল রাজস্থান রয়্যালস। এদিকে ২০১২ সালে দিল্লি ও ২০১৩ সালে চেন্নাই এবং মুম্বই হাসিল করেছিল এই পয়েন্ট। পাশাপাশি, ২০১৪ সালে পঞ্জাব কিংসও ২২ পয়েন্টে পৌছেছিল। যদিও, তারপর থেকে আর কোনো দল ২২ বা তার বেশি পয়েন্ট পেতে পারেনি।
আরও পড়ুন: আর নেই উপায়! বিক্রি হবে কোম্পানি, RBI-এর কাছে ১০ দিনের সময় চাইলেন অনিল আম্বানি
এমতাবস্থায়, KKR-এর কাছে এই সুযোগ থাকলেও এবারে তা সম্ভব হল না। মূলত, গুজরাতের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে না গেলে এবং সেই ম্যাচটি যদি KKR জিতে নিত তাহলে শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে জিতলেই ২২ পয়েন্টে পৌঁছে যেত কলকাতা। যেটি এখন আর সম্ভব নয়। যদিও, ২২ পয়েন্টে পৌঁছতে না পারলেও IPL-এর ইতিহাসের দ্বিতীয় পয়েন্ট সংগ্রহকারী দল হওয়ার সুযোগ কিন্তু এখনও KKR-এর কাছে রয়েছে। ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন KKR ২১ পয়েন্ট পেয়েছিল। এবার, গৌতম গম্ভীরের উপস্থিতিতেই ফের ২০১৪ সালে ২১ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে কলকাতার কাছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার