ম্যাচ হেরেও চেন্নাই সুপার কিংস গড়ল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড, প্রশংসা করলেন বিশেষজ্ঞরা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 44 রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ জিতে আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস অপরদিকে পরপর দুটি ম্যাচ হারতে হল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। গতকালকের ম্যাচে ঘটে গেছে বেশ কিছু রেকর্ড। আসুন দেখে নেওয়া যাক সেই রেকর্ড গুলি:

1) চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে শেন ওয়াটসন 1000 রান পূর্ণ করে ফেললেন। চতুর্থ বিদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

2) গতকাল শেন ওয়াটসনকে ষষ্ঠ বারের জন্য আউট করলেন অক্ষর প্যাটেল। আইপিএলে শেন ওয়াটসনকে সবচেয়ে বেশি আউট করার নিরিখে দ্বিতীয় অক্ষর প্যাটেল। শেন ওয়াটসনকে আইপিএলে সবথেকে বেশি বার আউট করেছেন অমিত মিশ্রা।

CSK PTI

3) পৃথ্বী শ নিজের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি করে ফেললেন।

4) তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে এক হাজারেরও বেশী রান করলেন শেন ওয়াটসন। চেন্নাইয়ের জার্সি গায়ে এত রান করার রেকর্ড অন্য কোনো দেশের ব্যাটসম্যানদের নেই।

5) অরেঞ্জ কাপের দৌড়ে কে এল রাহুলকে পিছনে ফেলে দিলেন ফ্যাফ ডুপ্লেসি অপরদিকে পার্পেল ক্যাপের দৌড়ে মহম্মদ সামিকে পিছনে ফেলে দিলেন কাগিসো রাবাডা।


Udayan Biswas

সম্পর্কিত খবর