নেই দুটো হাত তা সত্ত্বেও জয়ী জীবনের লড়াইয়ে, ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Bangla Hunt Desk: শারীরিক অক্ষমতা যে কোন বাঁধা নয় তা আরও একবার প্রমাণ করে দিল হরিয়ানার (Haryana) ফতেহাবাদের মদনলাল (Madan Lal)। মানুষ যখন সামান্য থেকে সামান্য তর দুঃখের কারণে নিজের জীবনের প্রতি অবহেলা করে, সেখানে মদন লাল এক সাংঘাতিক সমস্যাকেও সঙ্গী করে নিজের জীবনে স্বাচ্ছন্দেই রয়েছেন।

জন্ম থেকেই প্রতিবন্ধী মদন
হাত মানুষের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যে কোন কাজের ক্ষেত্রে প্রথমেই হাতের প্রয়োজন হয়। কিন্তু জন্ম থেকেই হরিয়ানার ফতেহাবাদের মদনলালের দুটি হাতই নেই। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। কিন্তু তাঁর এই অবস্থার জন্য কোনদিন সে ভগবানের উপর দোষারোপ করেনি। পা দুটিকেই বানিয়ে নিয়েছেন হাতের থেকেও বেশি কার্যকরী।

new 2 16

করছে টেলারিং-এর কাজ
নিজের বাড়িতে একটি ছোট্ট টেলারিং-এর দোকান খুলেছেন মদনলাল। অন্যান্য দক্ষ কারিগররা যখন হাত দিয়ে সুচে সুতো পড়াতে হিমশিম খেয়ে যায়, সেখানে মদনলাল অনায়াসেই পা দিয়েই সুতো ভরে ফেলছে। পা দিয়ে অনায়াসেই নিয়ে নিচ্ছে জামার মাপ। এমনকি পা দিয়ে জ্বালিয়ে নিচ্ছে সিগারেট। বাড়ির সামনে একটি মদন লাল টেইলার্সের নামে একটি বোর্ড বসিয়েছেন তিনি। তাঁর এই আয় থেকেই তাঁর সংসার চলে।

new 3 5

জীবনে সুখেই আছে মদন
অনেক সময় দেখা যায় মানুষের জীবনে সামান্য অসুবিধা হওয়ায়, তারা জীবনের লড়াইয়ে হার মেনে নেয়, পিছিয়ে আসে নিজের স্বপ্নের থেকে। কিন্তু এই মদন লাল থেমে থাকেনি। হাত নেই তো কি হয়েছে, পা তো আছে, তা দিয়েই কাজ চালিয়ে নেব। এই মনোবলকে কাজে লাগিয়ে বর্তমানে নিজের জীবনে সুখের মুখ দেখেছেন।

new 1 4

প্রথমদিকে মদনের দোকানে সেভাবে লোকজন না আসলেও, পরবর্তিতে তাঁর হাতের কাজ দেখে ধীরে ধীরে দোকানে গ্রাহকেরা আসতে শুরু করেন। বর্তমানে একজন দক্ষ কারিগর হিসাবে মদন লালের নাম ছড়িয়ে পড়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর