অন্ধ্রপ্রদেশের কোভিড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত সাত! সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়ারা (Vijayawada) শহরে কোভিড সেন্টার রুপে ব্যবহার করা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কারোর আহত হওয়ার খবর পাওয়া যায় নি।

আপাতত দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানর কাজ করছে। এর সাথে সাথে উদ্ধারকার্য চালানো হচ্ছে। আরেকদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি আধিকারিকদের এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরে বেড়ে চলে করোনা মামলার কথা মাথায় রেখে বিজয়ওয়াড়ার স্বর্ণা প্যালেস হোটেলকে কোভিড সেন্টার বানানো হয়। ওই হোটেলে ২২ জন করোনা রোগীর চিকিৎসা চলছিল। আরেকদিকে কর্মচারী মিলিয়ে হোটেলে প্রায় ৫০ জনের মতো ছিলেন।

আগুন লাগার সাথে সাথে অনেকেই আগুনে ঝলসে যান। আপাতত এই ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত মৃতদের দেহ হোটেল থেকে বের করা হয়েছে। দমকল বিভাগ খবর পেয়েই ঘটনাস্থলে চলে যায় আর আগুন নেভানর কাজে লেগে পড়ে। শোনা যাচ্ছে যে, এখনো কয়েকজন হোটেলে আটকে থাকার আশঙ্কা জাহির করা হচ্ছে। আপাতত উদ্ধারকার্য জারি আছে।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর