মুসলিম ধর্মাবলম্বী হয়েও সাই বাবার ভক্ত! নিয়মিতভাবে পূজা-পাঠ করেন এই ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতে ক্রিকেটই যেন একটা আলাদা ধর্ম। এই ধর্মের অনুগামী কোটি কোটি ভক্ত। কোনও ক্রিকেটার যখন একবার ভারতীয় দলের ছত্রছায়ায় চলে আসেন তখন তার হিন্দু, মুসলিম বা ক্রিশ্চিয়ান বলে আর কোনও পরিচয় থাকে না। তখন তিনি শুধুমাত্র একজন ব্যক্তি যিনি নিজের দেশের হয়ে লড়াইয়ে নেমেছেন এবং পরবর্তীতে তিনি কিভাবে ভগবানের উপাসনা করলেন তা আর গুরুত্ব রাখে না।

এমন বহুবার হয়েছে যে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করার পর কোনও অন্য ধর্মের নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক ক্রিকেটার। প্রাথমিকভাবে ধর্মান্ধ, মৌলবাদীরা তাদেরকে নিজেদের ব্যাঙ্গের শিকার করলেও সেই সংখ্যা খুবই নগণ্য। আমরা এই প্রতিবেদনে সেরকমই একজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের কথা আলোচনা করতে চলেছি যার নাম জাহির খান (Zaheer Khan)।

জাহির খান বিবাহ করেছে না একজন হিন্দু মহিলাকে। তার সঙ্গে মিলে তিনি হিন্দুদের যাবতীয় উৎসব, আচার-আচরণ এবং পূজা-আচ্চা পালন করে থাকেন নিয়মিত। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখা হচ্ছে যে নিজের ক্রিকেট কেরিয়ারের শেষে ২০১৭ সালে সাগরিকা ঘাটকে-কে বিবাহ করেছিলেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপে নামার আগে ভারতীয় দলে চমক! বিশ্বকাপ নিয়ে BCCI-কে সতর্ক করলেন কপিল দেব

zaheer khan with wife

কথায় বলে যে ভালবাসার চেয়ে বড় আর কোনও ধর্ম নেই। জাহির খানের ক্ষেত্রে সেই বিষয়টা একেবারেই সত্যি প্রমাণিত হয়েছে। সাগরিকাকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজা পার্বণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই ব্যাপারে নিজের স্ত্রীর পছন্দকে অত্যন্ত গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মা কতগুলি শতরান করবেন? উত্তর দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার

২০১১ সালে ভারতীয় দলকে ওডিআই বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জাহির। এছাড়া তিনি টেস্ট ফরর্ম্যাটে ৯২ টি ম্যাচ খেলে ৩১১ টি উইকেট নিয়েছেন। এছাড়া ওডিআই ফরম্যাটেও তিনি ২০০ টি ম্যাচ খেলে ২৮২ টি উইকেট নিয়েছেন। অনেকেই তাকে ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলার বলে থাকেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর