বৃষ্টির পর রাহুলের একটা নিখুঁত থ্রো বদলে দিল ম্যাচের ভাগ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যর্থ হয়ে গেল লিটন দাসের লড়াই। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে ভারত ১৮৪ রান করার পর যে মেজাজে বাংলাদেশের ওপেনের লিটন দাস ব্যাটিং করছিলেন তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু সাত ওভার পর বৃষ্টির জন্য খেলা হয়েছে বিরতি ঘটলো তাতেই যেন তাল কাটলো বাংলাদেশের। শেষপর্যন্ত মাত্র ৫ রানের ব্যবধানে ম্যাচ জিতল ভারতীয় দল।

অ্যাডিলেড ওভালের ব্যাটিং বান্ধব উইকেটে রোহিত শর্মা আবারো একবার ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। আজ একবার ডিপ স্কোয়ার লেগে তার ক্যাচ পড়েছিল। কিন্তু যে হাসান মামুদ তার ক্যাচ ফেলে ছিলেন, তার বলেই গালিতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রোহিত। হিটম্যান ব্যর্থ হলেও আজকে দুর্দান্তভাবে সফল তার ওপেনিং পার্টনার লোকেশ রাহুল।

শুরুটা বেশ ধীরস্থিরভাবেই করেছিলেন এই ভারতীয় ওপেনার। কিন্তু রোহিত শর্মা আউট হতেই আক্রমণের রাস্তা বেছে নেন রাহুল। অপরদিকে বিরাট কোহলি ১৬ রান করা মাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান। আর উল্টো দিকে মাত্র ৩১ বলে চলতি বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান সম্পূর্ণ করেন রাহুল। তিনি আউট হওয়ার পর সূর্যকুমার যাদব ব্যাট হাতে বাংলাদেশ বোলিংকে আক্রমণ শুরু করেন। অপরদিকে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় অর্থ শতরান সম্পূর্ণ করেন বিরাট কোহলিও। সূর্য কুমার যাদব আউট হওয়ার পর কোহলি এবং অশ্বিনের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ১৮৪ রানের স্কোর খাড়া করে ভারত। আজ তিন উইকেট নিলেও প্রচুর রান খরচ করেছেন মামুদ। ৪ ওভারে ৩৩ রান খরচ করে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের উইকেট নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর রান তারা করতে নেমে আজকের ম্যাচে ওপেন করতে নাম আর লিটন দাস ব্যাট হাতে ঝড় তোলেন। পাওয়ার প্লে-তে ৬০ রান তুলে নেয় বাংলাদেশ যার ৯৫ শতাংশই এসেছিল লিটনের ব্যাট থেকে। তিনি ২১ বলে দুরন্ত অর্ধশতরান করার পর ৭ ওভারে কোনও উইকেট না খুইয়েই ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ১৩ ওভারে ১১৮ রান বাকি এমন অবস্থায় বৃষ্টি খেলায় বিঘ্ন আনে। হিসেব কষে দেখা যাচ্ছিল যে এরপরে যদি আর খেলা আরম্ভ না করা যায় তাহলে ৭ ওভার শেষে যে রান প্রয়োজন ছিল বাংলাদেশের তার চেয়ে ১৭ রান বেশি তুলে ফেলেছিলেন তারা। ফলে বেশ কিছুটা স্বস্তিতে ছিলেন বাংলাদেশের সমর্থকরা।

কিন্তু শেষপর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি কাটে এবং ম্যাচ ফের আরম্ভ হয়। ম্যাচটি ২০ ওভারের পরিবর্তে ১৬ ওভারের হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশের পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ১৫১ রানের। ফের ম্যাচ আরম্ভ হওয়ার পর প্রথম ওভারেই লোকেশ রাহুলের দুর্দান্ত থ্রোয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় দুরন্ত ব্যাটিং করতে থাকা লিটনকে (৬০)। এর পরের ৬ ওভারে ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তারপরেও মরিয়া চেষ্টা করেছিলেন তাসকিন আহমেদ এবং নুরুল হাসান। শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য ৩১ রান প্রয়োজন ছিল। বেশ কিছু বড় শট খেলেন দুই ব্যাটারই। কিন্তু অর্শদীপের ঠান্ডা মাথার শেষ ওভারে শেষ পর্যন্ত ১৬ ওভারে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির পরে ভারতের হয়ে দুটি করে উইকেটম্যান হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ। একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামিও। আজকের জয়ের পর সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বিশাল বড় ব্যবধানে না হারলে তাদের সেমিফাইনালে যাওয়া আটকাচ্ছে না।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর