বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নিয়ন্ত্রণে রয়েছে করোনা (Covid-19)। তবে প্রতিবেশী দেশ চিনে (China) হু হু করে বাড়ছে করোনার পরিসংখ্যান। যা নিয়ে উদ্বিগ্ন ভারত সহ গোটা বিশ্ব। অন্যদিকে, বছর শেষে উৎসবের মেজাজে মেতে উঠেছে সকলে, এরই মাঝে কোনোমতেই যাতে ফের ভয়াবহ করোনা পরিস্থিতি ফিরে না আসে, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্যগুলিকে কড়া সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইমত, প্রতিটি রাজ্যকে পাঠানো হয়েছে চেকলিস্টও।
তবে কোনো বিধির তোয়াক্কা না করেই বড়দিনের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। হবে নাই বা কেন! গত দুই বছর করোনার প্রকোপে সেভাবে আনন্দ করতে পারেননি সাধারণ মানুষ। ফলে এবছরে দ্বিগুন জমায়েত লক্ষ্য করা গেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে মহানগরীর সর্বত্র। নতুন বছরেই আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এবার এই নিয়েই খানিকটা তিতিবিরক্ত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এদিন দোষারোপের সুরে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় কোভিড প্রোটোকল ঠিকমতো মানছেনা রাজ্য।পার্ক স্ট্রিটে আগে থেকে মানুষ আসত। আপনি সেটাকে সিস্টেমে আনুন। যাতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। গঙ্গাসাগর মেলায় লোক পদপিষ্ট হয়ে মারা যাওয়ার উপক্রম হয়! সেটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। করোনা এখনও ভারতে সংক্রমণের মতো জায়গায় আসেনি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দেখা গেছে। মানুষকে বোঝানো উচিত। মাস্ক পরা উচিত।” পাশাপাশি তিঁনি আরও বলেন এবারে , করোনার দোহাই দিয়ে কোনোমতেই নির্বাচন আটকে রাখা যাবে না।
দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিলীপকে উদ্দেশ্য করে তিঁনি বলেন, “দেখলে মনে হয় তিঁনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কেন্দ্র মুখে কথা না বলে দয়া করে কাজ করুক। একবার বলছেন যে পার্ক স্ট্রিট এ এত ভিড় আবার বলছেন যে করোনার জন্য ভোট আটকানো হচ্ছে। একুশের ভোটে তো দেখা গেল যে কী হল? মেলা বন্ধ করতে চাইলে কোর্টে যান, ভোট বন্ধ করতে চাইলে কোর্টে যান।”