জমি দখল নিয়ে বার বার টুইট করলেও, একবারও প্রতিরক্ষা বৈঠকে অংশ নেয়নি রাহুল গান্ধী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেসের (Indian National Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) বর্তমান লোকসভায় সংসদীয় স্থায়ী কমিটির প্রতিরক্ষা সম্পর্কিত কোন বৈঠকেই অংশ নেননি। গত সেপ্টেম্বরে গঠিত হওয়ার পর থেকে ২০২০ সালের ১১ ই মার্চ পর্যন্ত মোট ১১ টি সভার একটিতেই অংশ নেননি রাহুল গান্ধী।

রাফাল ডিলের বিষয়ে আগ্রহী রাহুল
রাহুল গান্ধী গত বছর বিধানসভা নির্বাচনে শুধুমাত্র একটি এজেন্ডায় রাফাল চুক্তির কেলেঙ্কারীর বিষয় উদ্ভাবন করেছিল। কিন্তু প্রতিরক্ষা বিভাগের অধীনে এই চুক্তি আসায়, তিনি আলোচনা করতে আগ্রহী নন বলেও জানান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজিও হওয়ার পর তাঁর এই উৎসাহ অনেক গুণ কমতে লক্ষ্য করা যায়।

সংসদীয় স্থায়ী কমিটি অফ ডিফেন্সের অধিবেশনগুলিতে রাহুল গান্ধীর অনুপস্থিতই প্রমাণ করে দিত, যে রাফাল ডিলে কোন ভুল আছে বলে তিনি মনে করেন না। রাফাল ডিলের পরিবর্তে সংগ্রহের নীতি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন, প্রতিরক্ষা পাবলিক সেক্টর কার্যক্রম, অনুদানের দাবী, প্রাক্তন-সৈন্যদের কল্যাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হত।

সমালোচিত রাহুল
সম্প্রতি রাহুল গান্ধী ভারত-চীন সংঘর্ষের বিষয়ে দারুণ আগ্রহ দেখিয়েছিলেন। সীমান্ত এলাকায় চীন ভারতের অংশ দখল করে নিয়েছে বলেও মোদী জিকে আক্রমণ করেছেন তিনি। এমনকি ভারতীয় সেনাদের কর্মকান্ডের বিরুদ্ধেও প্রশ্ন তুলে বহু সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।

X