বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেট দলের এক অজানা কাহিনির কথা তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের কোচ জন রাইট। তিনি জানালেন 2004 সালে পাকিস্তান সফরে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দলে নিতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু সেই সময় সৌরভ গাঙ্গুলির সেই ইচ্ছা পূরণ হয়নি।
ভারত-পাকিস্তান সিরিজের স্মৃতিচারণ করতে গিয়ে জন রাইট বলেন, সেই সময় ধোনিকে ভীষণভাবে দলে নিতে চেয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু সৌরভ গাঙ্গুলী ইচ্ছে পূরণ হয়নি। সৌরভ বরাবরই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। ও খুবই উচ্ছ্বসিত ছিল ধোনিকে দলে নেওয়ার জন্য কিন্তু তার সত্ত্বেও সৌরভ গাঙ্গুলীর ইচ্ছে পূরণ হয়নি।
সেই 2004 সালে পাকিস্তান সফরে ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার ছিলেন পার্থিব প্যাটেল। পাকিস্তানকে হারিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত। এবং সেই সফরে ভারত- পাকিস্তান ওয়ানডে সিরিজে উইকেট কিপিং এর দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। 3-2 ব্যবধানে সেই সিরিজও জিতে নিয়েছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল।