নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানে দেদার বিকোচ্ছে চীনা ব্র্যান্ডের বিয়ার! সুরার প্রতি ঝোঁক বাড়ছে মুসলিমদের

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের একাধিক ইসলামিক দেশগুলিতে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। একইভাবে পাকিস্তানেও (Pakistan) মদ (Alcohol) পানের ওপর নিষেধাজ্ঞা চাপানো হলেও চীনা (China) কোম্পানিগুলির কারণে মদ খাওয়ার প্রিবনতা মুলসিমদের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে।

সাম্প্রতিককালে চীনের ওপর পাকিস্তান এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে, সে দেশে উল্লেখযোগ্য হারে বিয়ার উৎপাদন করে চলেছে চীন। পরিসংখ্যান অনুযায়ী, চীনা কোম্পানি দ্বারা প্রতিদিন পাকিস্তানের বুকে ১ লাখ লিটার মদ তৈরি করা হয়ে চলেছে। এক্ষেত্রে বিয়ার বা মদ পানে চীনের ওপর ক্রমাগত নির্ভরশীল হয়ে চলেছে পাকিস্তানবাসী। ফলে সে দেশে মদ বিক্রি করা আইন বিরুদ্ধ হলেও সকল আইন লঙ্ঘন করেই ফাঁদ পেতে চলেছে চীনা কোম্পানি।

উল্লেখ্য, ‘হুই’ নামক এক চীনা কোম্পানি বহুদিন পূর্বে পাকিস্তানের বেলুচিস্তান এলাকায় প্রথম তাদের কাজ শুরু করলেও পরবর্তীতে এলাকাবাসীদের ক্ষোভের কারণে তা বন্ধ করতে হয়। তবে পরবর্তীতে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন চীনা কোম্পানিকে লাইসেন্স প্রদান করা হয় এবং বর্তমানে সেই কোম্পানি দ্বারাই লাখ লাখ লিটার বিয়ার উৎপাদন করা হয়ে চলেছে।

China beer

সূত্রের খবর, বর্তমানে পাকিস্তানের এক শ্রেণির মানুষ এই বিয়ারকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে চলেছে। ফলে সকল আইন অমান্য করেই প্রতিদিন হু-হু করে বিকিয়ে চলেছে চীনা ব্র্যান্ডের বিয়ার। বহু পাকিস্তানবাসীদের কথায়, অন্যান্য কোম্পানির তুলনায় চীনা ব্র্যান্ডের ক্ষেত্রে নেশা হয় বেশি। এছাড়াও এক বিক্রেতা জানান, “চীনা কোম্পানির বিয়ারের ৫ থেকে ৮ শতাংশ অ্যালকোহল রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দিনের পর দিন মানুষের মধ্যে এর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হাড়ে বৃদ্ধি পেয়ে চলেছে।”

Sayan Das

সম্পর্কিত খবর