দীর্ঘ চার বছর পর ভারতকে টেস্ট ক্রিকেটে সিংহাসনচ্যুত করে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া কিন্তু শীর্ষস্থান দখল করার পরেও পুরোপুরিভাবে খুশি হতে পারছেন না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার দাবি যেদিন ভারতকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারাতে পারবো সেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রধান লক্ষ্য ভারতের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। এছাড়াও লাঙ্গার মনে করেন শীর্ষস্থানের লড়াইয়ে আমাদের কাছে বড় পরীক্ষা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজে আমাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে শীর্ষস্থান টিকিয়ে রাখার জন্য।
বল বিকৃতি কাণ্ডের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ভেঙ্গে পড়ে ছিল। তবে প্রাথমিক ধাক্কা সামলে ফের টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান দখল করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘আমরা জানি যেকোনো সময়ে র্যাঙ্কিংয়ে অবস্থা পাল্টে যেতে পারে। তবে এক নম্বরে উঠে আসতে পেরেছি তাই আমরা খুশি।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘আমরা দল হিসাবে বেশ কয়েক বছর ধরে ভালো পারফরম্যান্স করে চলেছি। তবে আমাদের আরও ভালো করতে হবে। ভারতের মত শক্তিশালী টেস্ট দলকে তাদের ঘরের মাঠে হারানো আমাদের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ভালো দল হতে গেলে আগে শক্তিশালী দল গুলিকে হারাতে হবে। তাই আসন্ন ভারত সফর আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।’