ঠাণ্ডা হয়ে যাবে ঘর, কিন্তু বিদ্যুতের বিলের জন্য দিতে হবেনা এক টাকাও! কিনবেন এমন AC?

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাস পড়তেই বাংলা সহ গোটা দেশে প্রচণ্ড গরমের কারণে নাভিশ্বাস বেরিয়েছে সকলের। সূর্যের প্রচণ্ড তেজের নিকট জেরবার দেশবাসী। এমনকি দেশের বেশ কয়েকটি স্থান থেকে মানুষের মৃত্যুর খবর পর্যন্ত সামনে এসেছে। আর এহেন পরিস্থিতিতে ঘরের ভিতরে এয়ার কন্ডিশনারই প্রধান ভরসা সকলের। তবে বর্তমানে এয়ার কন্ডিশনার বা এসি কেনা বহু মধ্যবিত্ত পরিবারের পক্ষেই সাধ্যের বাইরে!

এছাড়াও যদি আপনি একবার এসি কিনেও নেন, পরবর্তীতে এর পিছনে রক্ষণাবেক্ষণের খরচ এবং ইলেকট্রিক বিলের চড়া দামে পকেটে টান পড়তে বাধ্য। এই পরিস্থিতিতে আজ এমন এক যন্ত্রের খোঁজ আপনাদেরকে দেওয়া হতে চলেছে, যা ব্যবহার করলে আপনি প্রতিদিন ঠান্ডা ফুরফুরে হাওয়া উপভোগ করতে পারবেন, তাও আবার বিনা খরচেই!

আজ যে যন্ত্রটির বিষয়ে আলোচনা করা হবে, সেটি ব্যবহারের দরুন কোনরকম বিদ্যুতের খরচ হবে না। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি! এই যন্ত্রটির নাম হল সোলার এসি। সোলার পাওয়ার দ্বারা চালিত এই যন্ত্রটি কেনাকালীন একমুষ্ঠ টাকা লাগলেও এর পেছনে মাসিক খরচ বাবদ এক পয়সাও গুনতে হবে না আপনাকে। একটি সাধারণ এসি কেবলমাত্র বিদ্যুতের সাহায্যে চললেও সোলার এসিকে তিনটি উপায়ে ব্যবহার করা যায়। সোলার পাওয়ার, সোলার ব্যাটারি ব্যাংক এবং ইলেকট্রিসিটি গ্রিডের সাহায্যে একটি সোলার এসিকে সহজেই চালানো যায়।

সোলার এসি ব্যবহারে অপেক্ষাকৃত সহজ এবং খরচে কম হলেও আমাদের দেশে এটির ব্যবহার অত্যন্ত সীমিত। এখন আপনার মনে এই সীমাবদ্ধতা সম্পর্কে প্রশ্ন জাগতেই পারে। তাহলে বলে রাখা ভালো যে, সাধারণ এসির তুলনায় এই সোলার এসিগুলির ক্রয় বাবদ অনেকটাই খরচ হয়। বর্তমান বাজারে আপনি যদি একটি সোলার এসি কিনতে যান, তবে আপনাকে ন্যূনতম এক লক্ষ টাকার কাছাকাছি গুনতে হবে। তবে আশার কথা, এককালীন খরচ বাবদ বেশি টাকা খরচ করলেও পরবর্তীকালে ইলেকট্রিক বাবদ আপনার একটি টাকাও খসবে না এবং সারাজীবন নিশ্চিন্তে ব্যবহারও করতে পারবেন।

আমাদের বাড়িতে ব্যবহৃত সাধারণ এসির মতো সোলার এসিগুলির দামও নির্ভর করে এগুলির কার্যক্ষমতার উপর। Kenbrook Solar-সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, এক টন সোলার এসির দাম বর্তমান মার্কেটে 99 হাজার টাকা, সেখানে দেড় টন এসির দাম 1 লাখ 39 হাজার টাকা।


Sayan Das

সম্পর্কিত খবর