বাংলা হান্ট ডেস্কঃ বিশেষত করোনা কালের পর ই-মার্কেট প্ল্যাটফর্ম গুলির ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সাধারন মানুষও এখন অনলাইনেই বেশি সক্রিয়। ভিড় এড়িয়ে জিনিসপত্র কেনা কাটার জন্য অনলাইন মার্কেট গুলির এই মুহূর্তে কোন বিকল্প নেই। এমনই একটি অ্যাপ হল অ্যামাজন। তবে আপনি কি জানেন অ্যামাজন এখন একটি ডেলি কুইজ প্রতিযোগিতা শুরু করেছে। এই কুইজে Amazon Pay ব্যালেন্সে 10,000 টাকা জেতার সুযোগ দিচ্ছে তারা।
আপনার কাছে যদি অ্যামাজন অ্যাপ থেকে থাকে সে ক্ষেত্রে সরাসরি আপনি যোগদান করতে পারেন এই কুইজে। আর অ্যামাজন অ্যাপ না থাকলে আপনাকে তা ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। অ্যাপ খোলার পর স্ক্রল করতে শুরু করলে একদম নিচে ‘Amazon Quiz’-এর ব্যানার পাবেন আপনি। এবার সেই ব্যানারে ক্লিক করলেই আপনি খেলার জন্য একেবারে প্রস্তুত।
এক্ষেত্রে মোট পাঁচটি প্রশ্ন করা হয়, অ্যামাজন পে ব্যালেন্সে 10,000 টাকা জিততে হলে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আপনাকে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা অব্দি চলে এই কুইজ। তবে জানিয়ে রাখি এক্ষেত্রে ফলাফল ঘোষণা করা হয় লাকি ড্রয়ের মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র সঠিক উত্তর দিলেই প্রাইজ পাবেন না আপনি, এক্ষেত্রে আপনার ভাগ্য সুপ্রসন্ন হওয়া প্রয়োজন। আসুন আপনাকে জানাই আজকের পাঁচটি প্রশ্নের উত্তর। এরপর আপনিও একবার সুযোগ নিয়ে দেখতে পারেন ভাগ্য বদলায় কিনা তা দেখার জন্য।
প্রশ্ন 1- কোন লেখক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে তিনি সাবস্ট্যাকে তার নতুন উপন্যাস “দ্য সেভেন্থ ওয়েভ” সিরিয়াল করবেন?
উত্তর-সালমান রুশদি।
প্রশ্ন 2- কে প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি প্যারালিম্পিক পদক জিতেছেন?
উত্তর-অবণী লেখারা।
প্রশ্ন 3- বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান, যথাক্রমে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, এই বছরের কোন বিভাগে নোবেল পুরষ্কার ভাগ করবেন?
উত্তর-রসায়ন।
প্রশ্ন 4-ওয়াল্ট ডিজনি গ্রুপের মালিকানাধীন এই কোম্পানির প্রথম ফিচার-দৈর্ঘ্যের চলচ্চিত্রটির নাম দিন
উত্তর- টয় স্টোরি, 1995।
প্রশ্ন 5- এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ?
উত্তর- কর্ণাটক।