সাবধান! ট্রেনের ভিতর এই জিনিসটির থাকলেই বাড়বে বিপদ, ধরতে পারলেই কঠোর শাস্তির হুঁশিয়ারি

বাংলাহান্ট ডেস্ক : ৩ ঘন্টায় তীব্র বশীকরণ কিংবা মাধ্যমিক পাশে দুবাইতে চাকরি অথবা একাকীত্ব দূর করতে মনের মতো বান্ধবীর উষ্ণ ছোঁয়া, এই ধরনের বিজ্ঞাপন আমাদের দেশের লোকাল ট্রেনের কামরায় খুবই পরিচিত একটি বিষয়। ট্রেনে উঠলেই এই ধরনের অজস্র বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। এই ধরনের অবৈধ বিজ্ঞাপনের ফলে অনেক সময় অস্বস্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

ট্রেনের কামরায় এভাবে বিজ্ঞাপনের ফলে দৃশ্য দূষণের সৃষ্টি হয়। এবার এই ধরনের অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হল পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, লোকাল ট্রেনের ভিতর অনেক সময় কুরুচিকর বিজ্ঞাপনের ফলে অস্বস্তিতে পড়েন যাত্রীরা। এই ধরনের বিজ্ঞাপন ট্রেনে দেওয়া আইন বিরুদ্ধ।

আরোও পড়ুন: জোড়া ফোন লঞ্চ করল Oppo, 32 MP ক্যামেরার এত কম দাম দেখে অর্ডারের হিড়িক

ট্রেনের ভিতরে এই ধরনের বিজ্ঞাপন লাগালে এবার আইনত ব্যবস্থা নেওয়া হবে রেলের পক্ষ থেকে। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অবৈধ বিজ্ঞাপন রুখতে ইতিমধ্যে তৎপর হয়েছে আরপিএফ। পূর্ব রেলের এই বিজ্ঞাপন সামনে আসার পর ভালো সাড়া মিলছে যাত্রীদের কাছ থেকেও। এই ধরনের কুরুচিকর বিজ্ঞাপনের জন্য অস্বস্তিতে পড়েন যাত্রীরাও।

Railways have taken several steps to ensure the safety of passengers

পূর্ব রেল যাত্রীদের অনুরোধ করেছে, যদি ভবিষ্যতে ট্রেনের ভিতর এই ধরনের বিজ্ঞাপন কাউকে লাগাতে দেখেন তাহলে অবশ্যই জানান আরপিএফকে। আপনাদের থেকে যদি যথেষ্ট সাড়া পাওয়া যায় তবে এই ধরনের অবৈধ বিজ্ঞাপন বন্ধ করা যাবে। এই ধরনের বিজ্ঞাপন বন্ধ হলে ট্রেনের ভিতরের পরিবেশ আরও ভালো হবে। এর ফলে ট্রেনের ভিতরের দৃশ্য দূষণ আটকানো যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর