বাংলাহান্ট ডেস্ক : প্রথমবারের জন্য ভোটের ময়দানে নেমে চমকে দিলেন বায়রন বিশ্বাস (Bayron Biswas)। পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি (Sagardighi) কেন্দ্রে উপ-নির্বাচনে (Bi election) বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী বায়রন বিশ্বাসের জয় লাভ নিঃসন্দেহে বাম-কংগ্রেস শিবিরকে অক্সিজেন জুগিয়েছে। ব্যবসায়ী পরিবারের সন্তান বায়রন বিশ্বাসের জয় লাভে খুশির জোয়ারে ভাসছেন মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীরা।
বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি। এক সময় সিপিআইএম (CPI(M)) করতেন বাবর আলি। পরে দূরত্ব বাড়ান রাজনীতির ময়দানের সঙ্গে। মন দেন ব্যবসায়। বড় শিল্পপতি হয়ে ওঠেন মুর্শিদাবাদ এলাকার। এরপর তিনি ব্যবসা শুরু করেন চায়ের। খোলেন ইংরেজি মাধ্যম স্কুল ও বেসরকারি হাসপাতাল। প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তার যোগাযোগ হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে।
বায়রন কিংবা তাঁর দুই ভাইয়ের কোন যোগসূত্র ছিল না রাজনীতির সাথে। বাবার ব্যবসা দেখাশোনা করতেন তিনি। খুলতে চেয়েছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসাও। রাজনৈতিক মহলের মত ওই ব্যবসার ভরসাতে তিনি নির্বাচনের আগে কর্মসংস্থানের আশ্বাস দেন। এরফলে রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনের জন্য বেছে নেন বায়রনকে। তাকে সমর্থন জানায় বামেরাও।
তৃণমূল প্রার্থী সুব্রত সাহা ২০২১ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। ৯৫ হাজার ১৮৯টি ভোট পায় তৃণমূল। ৪৪ হাজার ৯৮৩টি ভোট পেয়েছিল বিজেপি। সেই সময় ৩৬ হাজার ৩৪৪টি ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকে কংগ্রেস। সুব্রত সাহার প্রয়াণ হলে ফের এই কেন্দ্রে হয় উপনির্বাচন। উপনির্বাচনের ফল প্রকাশ হতে দেখা গেল সাগরদিঘিতে বাজিমাত করল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নবাগত বায়রন বিশ্বাস।